Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: আগুনে পুড়ে যাওয়া দোকানগুলির পর্যবেক্ষণ

Siliguri: আগুনে পুড়ে যাওয়া দোকানগুলির পর্যবেক্ষণ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

পুড়ে গেছে পাঁচটি দোকান, আর সেই পুড়ে যাওয়া দোকানগুলি দেখতে  এজেন্ট শিলিগুড়িতে আসলেন  শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

আরও পড়ুন: Tripura: পানীয় জলের দাবিতে ধর্মনগর-কৈলাসহর জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

পাঁচটি দোকানের  মালিকের সাথে অনেকক্ষণ কথা বলেন তিনি। তিনি জানালেন বিধায়ক তহবিল থেকে  যতটুকু সাহায্য করতে পারা যায় আমার দ্বারা সেটা আমি করতে চেষ্টা করব। কারণ যেভাবে আগুন লেগে পুড়ে গেছে, আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে ওদের। যদি ওদের লাইসেন্স করা থাকে, এবং ইন্সুরেন্স থাকে  তবে সেই ক্ষেত্রে কোন সমস্যা নেই। পুড়ে যাওয়া দোকানগুলির পরিবারের সাথে অনেকক্ষণ কথা বলেন তিনি।

আরও পড়ুন: Pratul Mukhopadhyay demise: ‘আমি বাংলায় গান গাই’ থামল, অচেনা সাগরে ডিঙ্গা ভাসালেন প্রতুল

আরো জানালেন তিনি  আগুন লেগে  পুড়ে যাওয়ার দোকানদারদের পাশে তিনি থাকবেন। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দেখেই বুঝতে পারছি,  তবে একটু সময় পেলে হয়তো ঠিক হয়ে যাবে বলে জানান বিধায়ক শংকর ঘোষ।

এই মুহূর্তে

আরও পড়ুন