কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
চুরির ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ি থানা এলাকার চুনাভাটিতে একটি কালীমন্দিরে । মন্দিরের মায়ের মূর্তির কপালে লাগানো সোনার টিপ ও টিকলি সহ দানবাক্সে থাকা কয়েক হাজার টাকা এবং মন্দিরের ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন: Siliguri: মরণোত্তর চক্ষুদান ভারতী ঘোষ-এর
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায়। সাকম্বরী চন্ডী মায়ের মন্দিরটি অবস্থিত ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি মোড় সংলগ্ন ঠিক এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে। আর সেই মায়ের মন্দিরেই গতকাল রাতে চুরির ঘটনা ঘটে। ওই মন্দিরের পুরোহিত সকালে উঠে মন্দিরের সামনে যেতেই দেখেন মন্দিরের গ্রিলের একটি অংশ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে
আরও পড়ুন: Kolkata: বাংলার বাজেট নিজেদের স্বাবলম্বী করার জন্য
এরপরে ভিতরে দেখতে পান মন্দিরে দানপত্র সহ মায়ের সোনা অলংকার চুরি গিয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা, তারা জানিয়েছেন প্রশাসন কিছুই করছে না বারবার একই ঘটনা ঘটে যাচ্ছে। বহিরাগতরা বেশি আসলে এই ধরনের ঘটনা শুরু হয়ে যায়। মানুষের হাতে কাজ না থাকলে, বেকার ছেলেদের হাতে কাজ না থাকলে কি করবে?