Sunday, 3 August, 2025
3 August, 25
HomeহুগলীHoogly: হুগলি গ্রামীণ জেলা পুলিশের তল্লাশিতে উদ্ধার ৫৫০ কেজি বাজি

Hoogly: হুগলি গ্রামীণ জেলা পুলিশের তল্লাশিতে উদ্ধার ৫৫০ কেজি বাজি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, হুগলী:

আজ দুপুর ১টা নাগাদ বিশেষ সূত্র মারফত অবৈধ বাজি তৈরি সেই সঙ্গে মজুত করার খবর পেয়ে ধনিয়াখালি থানার অন্তর্গত মির্জানগর সাহেব হাট তলাতে দুটি বাড়িতে  হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয়।

আরও পড়ুন:  ভুতুড়ে ভোটার থাকবে না জেলা সভাপতি

যার নেতৃত্বে ছিলেন Dy. SP (D&T), হুগলি গ্রামীণ জেলা পুলিশ, CI, ধনিয়াখালি সার্কেল সেই সঙ্গে ধনিয়াখালি থানার পুলিশ বাহিনী। উক্ত তল্লাশি অভিযানে মোট ৫৫০ কেজি বেআইনি মজুদ করা বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গোসাবা বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল আর এস পি

সেই সঙ্গে দুই জন ব্যক্তিকে আটক করা হয়েছে। আগামীকাল তাদেরকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে । সেই সঙ্গে বাজির উৎস খুঁজে বের করার প্রক্রিয়া চলবে। এই অবৈধ কার্যকলাপে যারা জড়িত আছে তাদের খুঁজে বের করে আইনের আয়তায় আনা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন