Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গFire: ভয়াবহ অগ্নিকাণ্ড! সরকারি SWM ইউনিটে

Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! সরকারি SWM ইউনিটে

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জয়দীপ মৈত্র, হিলি, দক্ষিণ দিনাজপুর:

আজ বিকেল চারটে নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের 4 নম্বর বিনসিরা গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (SWM) ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এই অগ্নিকাণ্ডের ফলে এস ডব্লিউ এম ইউনিটে রাখা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার ঘটনার কথা জানাজানি হতেই গ্রাম পঞ্চায়েতের তরফে খবর দেওয়া হয় স্থানীয় দমকলে। এরপর দমকল বাহিনী এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

আরও পড়ুন: চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ‍্য সার্বিক তত্তাবাধনে অনুষ্ঠিত ‘নমঃশূদ্র লোক-সংস্কৃতি উৎসব’

পাশাপাশি ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয় হিলি থানার পুলিশ। এবং পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। এই ঘটনার বিষয়ে চার নম্বর বিনসিরা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অমিত দাস জানান, ‘বিকেল চারটে নাগাদ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে আগুন লাগে।এরপর খবর দেয়া হয় দমকল ও প্রশাসনকে। দমকল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে’।

আরও পড়ুন: হামলায় আক্রান্ত নয় মাসের গর্ভবতী মহিলা

তবে ততক্ষণে প্রায়  ইউনিটের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে করে আনুমানিক দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পাকা ঘরের ক্ষতিসহ টিনের ছাউনি সমস্ত কিছু পুড়ে যায় পাশাপাশি বিভিন্ন উপাদান প্রয়োজনীয় সামগ্রী তথা যন্ত্রপাতি  ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবে ঠিক কি কারণে আগুন লাগল তার জানা যায়নি পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন