Saturday, 2 August, 2025
2 August, 25
HomeহুগলীArambagh: e-GDE পরিষেবা! আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে চালু

Arambagh: e-GDE পরিষেবা! আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে চালু

পুলিশ প্রশাসনের উদ্যোগে চালু করা হলো e-GDE পরিষেবা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, আরামবাগ:

হুগলি জেলার গ্ৰামীন পুলিশের পক্ষ থেকে এবং আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে চালু করা হলো e-GDE পরিষেবা। এখন থেকে থানায় না এসে ও e-DGEএর মাধ্যমে অভিযোগ নথিভূক্ত করিতে পারিবেন। GD মাধ্যমে এন্টি নাম্বার  পাওয়া যাবে। শুক্রবার সকালে সাইবার সচেতনতামূলক একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল শুক্রবার সকালে। পদযাত্রাটি আরামবাগ থানা থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে। ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি সহ পুলিশ কর্মীরা সহ সিভিক ভলেন্টিয়ারা। পদযাত্রা চলাকালীন মাইকিং প্রচার করে সাইবার প্রতারণার হাত থেকে কিভাবে সচেতন হতে হবে তার কথাও বলতে শোনা যায়। এই পদযাত্রার উল্লেখ্যযোগ্য বিষয় হল E-GDE এর মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে অভিযোগ জানানো যাবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। সেই অভিযোগ জানানোর সাথে সাথে তদন্ত শুরু করবে পুলিশ। পাশাপাশি এদিন সাইবার প্রতারিত হয়েছিলেন মামনি বেগম নামের এক মহিলা। জানা গেছে ২০২৪ বাড়ি তৈরির জন্য ফোন মাধ্যমে টাকা চাওয়া হয়েছিল। এবং পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর আরামবাগ থানার সাইবার হেল্পলাইনের অভিযোগ জানায়।

আরও পড়ুন: ছেলের অত্যাচারে বাবার আ*ত্ম*হ*ত্যা; অবাধে ঘুরে বেড়াচ্ছে ছেলে

ঘটনার তদন্তে নেমে মামনি বেগমের ১৩ হাজার টাকার চেক তুলে দিলেন থানা‌ থেকে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং এর উপস্থিতিতে।র আয়োজন করা হয়েছিল শুক্রবার সকালে। পদযাত্রাটি আরামবাগ থানা থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে। ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি সহ পুলিশ কর্মীরা সহ সিভিক ভলেন্টিয়ারা। পদযাত্রা চলাকালীন মাইকিং প্রচার করে সাইবার প্রতারণার হাত থেকে কিভাবে সচেতন হতে হবে তার কথাও বলতে শোনা যায়। এই পদযাত্রার উল্লেখ্যযোগ্য বিষয় হল E-GDE এর মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে অভিযোগ জানানো যাবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। সেই অভিযোগ জানানোর সাথে সাথে তদন্ত শুরু করবে পুলিশ। পাশাপাশি এদিন সাইবার প্রতারিত হয়েছিলেন মামনি বেগম নামের এক মহিলা। জানা গেছে ২০২৪ বাড়ি তৈরির জন্য ফোন মাধ্যমে টাকা চাওয়া হয়েছিল। এবং পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছে। এরপর আরামবাগ থানার সাইবার হেল্পলাইনের অভিযোগ জানায়।

আরও পড়ুন: বঙ্গবার্তার খবরের জের, গ্রেফতার চা বাগানের সর্দার

ঘটনার তদন্তে নেমে মামনি বেগমের ১৩ হাজার টাকার চেক তুলে দিলেন থানা‌ থেকে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং এর উপস্থিতিতে।

এই মুহূর্তে

আরও পড়ুন