Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeরাজ্যArjun & Dilip: 'উনি তো একটু এদিক-ওদিক করেন, স্ট্যান্ড ঠিক করা উচিত',...

Arjun & Dilip: ‘উনি তো একটু এদিক-ওদিক করেন, স্ট্যান্ড ঠিক করা উচিত’, অর্জুনকে পরামর্শ দিলীপের

''উনি তো একটু এদিক-ওদিক করেন, তার জন্য সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষে। অর্জুন সিংয়েরও স্ট্যান্ড ঠিক করা দরকার।''

ভাটপাড়া গুলিকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুরের আদালত। তিনি অবশ্য আগেই দাবি করেছিলেন, যে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করে খুন করার চক্রান্ত হচ্ছে! তাই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আদালতে গেছেন অর্জুন। এই প্রথম নয়, আগেও তৃণমূল সরকার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ। এই ইস্যুতে তাঁর পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ। যদিও খানিক খোঁচা দিতেও ছাড়লেন না অর্জুনকে।

দিলীপের কথায়, ”যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসেছেন সেদিন থেকেই তাঁর পিছনে লেগে আছে পুলিশ। একবার এসপি ৫৬টি গাড়ি নিয়ে তাঁর বাড়িতে হামলা করেছিল। আসলে বিরোধী কাউকে থাকতে দেবে না। যার একটু শক্তি আছে, তাঁকে শেষ করার চেষ্টা। ওঁকে টার্গেট করেছে ওরা। অর্জুনকে রাজনীতি করতে দেবে না। কিন্তু তিনি লড়ে আসছেন, পার্টি ওঁর সঙ্গে আছে।” তিনি এও বলেন, ”অর্জুন সিংয়ের বিরুদ্ধে যে ১০০-র বেশি মিথ্যে মামলা রয়েছে তা সকলে জানে। এমনকী আদালতও জানে। তিনি তো তার বিরুদ্ধে লড়ছেনই, পার্টিও লড়বে।”

কিন্তু বারবার তাঁকেই কেন টার্গেট করা হচ্ছে? এই প্রশ্নের জবাবে দিলীপ কার্যত একটু খোঁচাই দেন দলের সহকর্মীকে। স্পষ্ট বলেন, ”উনি তো একটু এদিক-ওদিক করেন, তার জন্য সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষে। অর্জুন সিংয়েরও স্ট্যান্ড ঠিক করা দরকার।” দিলীপ ঘোষ যে বরাবরের ঠোঁটকাটা নেতা তা সকলেই জানেন। তিনি নিজেও বলে আসেন যে, সত্যি কথা বলতে ভয় পান না। তাই এখন অর্জুন সিংয়ের দলবদলের রীতি নিয়ে মন্তব্য করতে যে তিনি পিছপা হবেন না, সেটাও স্বাভাবিক।

২০০৪ সালে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রথমবার লোকসভা ভোটে লড়েছিলেন অর্জুন। সে বার সিপিএমের কাছে হেরে গিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তৃণমূলের টিকিটে ভাটপাড়ার চার বারের বিধায়ক হন। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটের আগে অর্জুন বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই টিকিটে লড়ে জেতার পর ব্যারাকপুরের সাংসদ হন। তার তিন বছরের মধ্যে আবার তৃণমূলে যোগ দেন।

গত লোকসভা ভোটে অর্থাৎ ২০২৪ সালে ব্যারাকপুর থেকেই তাঁকে তৃণমূল টিকিট দেবে ভেবেছিলেন অর্জুন সিং। কিন্তু তেমনটা না হওয়ায় অর্জুন আবার বিজেপিতে ফেরেন। তাই দিলীপ ঘোষ আদতে কী বলতে চেয়েছেন তা সকলের কাছেই পরিষ্কার।

এই মুহূর্তে

আরও পড়ুন