Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গPSU Alipurduar: "চাকরি চোরদের ল্যাম্পোস্টে বেঁধে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত"; বিস্ফোরক মন্তব্য...

PSU Alipurduar: “চাকরি চোরদের ল্যাম্পোস্টে বেঁধে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত”; বিস্ফোরক মন্তব্য করলেন PSU আলিপুরদুয়ার জেলা সম্পাদক রাজিব হুসেন

আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য—করলেন PSU আলিপুরদুয়ার জেলা সম্পাদক রাজিব হুসেন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চাকরি চোরদের ল্যাম্পোস্টে বেঁধে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন দুর্নীতার সাহস না পায়। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন PSU আলিপুরদুয়ার জেলা সম্পাদক রাজিব হুসেন। ইতিমধ্যেই ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে যা নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে এরই প্রতিবাদে কামাখ্যাগুরিতে পথসভা করতে গিয়ে রাজিব হুসেন ক্ষোভ উগরে দিয়ে বলেন “রাজ্য ও কেন্দ্র উভয় সরকার মিলে শিক্ষাব্যবস্থাকে কেবল অপদস্থই করেনি, চরম পরিকল্পনার মাধ্যমে একে নরককুণ্ডে ঠেলে দিয়েছে। শিক্ষক সমাজের সম্মান আজ পায়ের তলায়! তৃণমূলের চোর সরকার দুর্নীতির ডাস্টবিনে রাজ্যের ভবিষ্যৎকে গলা টিপে মেরে ফেলেছে। সুপ্রিম কোর্টের ২৬,০০০ চাকরি বাতিলের রায় এটা কেবল কলঙ্ক নয়, বরং গোটা প্রজন্মের ভবিষ্যতের উপর এক নির্মম আঘাত!”

আরও পড়ুন: ‘মমতার বৈঠক ভাঁওতা, আন্দোলন না করলে ডুবে মরতে হবে’, চাকরিহারাদের বার্তা অভিজিতের

তিনি আরও বলেন “যোগ্য চাকরিপ্রার্থীদের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে অযোগ্যদের রক্ষা করার নামে কোটি কোটি টাকার বেআইনি বাণিজ্য করেছে তৃণমূল শাসকরা। সেই টাকায় তারা গড়ে তুলেছে দুর্নীতির দুর্গ, যেখানে ন্যায়, নীতি, মর্যাদা সবই আজ মাটিচাপা। শিক্ষাব্যবস্থার কফিনে শেষ পেরেক পুঁতেছে এই প্রতারক সরকার!”

আরও পড়ুন:  চাকরির পর সন্দেশে কেলেঙ্কারি! কীর্তির মাখা সন্দেশ ঘেঁটে দিলেন কল্যাণ 

তিনি তীব্রভাবে বলেন “আজ বাংলার স্কুলগুলো শিক্ষকশূন্য, শিক্ষকেরা অবমাননার শিকার, আর ভবিষ্যৎ প্রজন্ম পড়ে আছে অনিশ্চয়তার অন্ধকারে। এই স্বৈরাচারী শাসন আর মুনাফালোভী প্রশাসন গোটা সমাজকে এক চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই ভয়াবহ অবস্থার জন্য কেন্দ্রের বিজেপি সরকারও সমানভাবে দায়ী, যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে মৌন সম্মতি দিয়ে চলেছে।”

পথসভায় উপস্থিত ছিলেন RYF জেলা সভাপতি কিশোর মিং PSU আলিপুরদুয়ারের জেলা সম্পাদক রাজিব হুসেন সহ অন্যান্য নেতৃত্বরা

এই মুহূর্তে

আরও পড়ুন