কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি:
পাহাড়ি রাস্তার ওপর আচমকা ভেঙে পড়ল গাছ। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গিয়ে পড়ল খাদে! সেই গাড়িতে ছিলেন কলকাতার আট পড়ুয়া। সিকিম থেকে শিলিগুড়ি ফেরার সময়ে ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কালিম্পং থানার পুলিশ।
কলকাতার নেতাজি কলেজ থেকে ওই আট পড়ুয়া সিকিম গেছিলেন। মঙ্গলবার সেখান থেকেই শহরে ফিরছিলেন তারা। শিলিগুড়ি নামার পথে লেপচাঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, আচমকাই তাঁদের গাড়ির সামনে ভেঙে পড়েছিল গাছ। প্রাণে বাঁচতে পাশ কাটানোর চেষ্টা করেছিলেন চালক। কিন্তু হিতে-বিপরীত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়ি। যদিও এই ঘটনায় কারও মৃত্যু হয়নি বলে খবর। অল্প-বিস্তর সকলেই আহত হয়েছেন।
আরও পড়ুন: খেরোর খাতা এখন শুধুই নস্টালজিয়া
শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত সকলকে উদ্ধার করে কালিম্পং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই আপাতত প্রত্যেকে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত সকলেরই অবস্থা স্থিতিশীল এবং আপাতত তাঁরা বিপন্মুক্ত। অন্যদিকে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে যান কালিম্পং থানার পুলিশকর্মী ও আধিকারিকরা। রাস্তায় পড়ে থাকা গাছ সরাতে এবং খাদে পড়ে যাওয়া গাড়ি সরাতে ডাকা হয় বন দফতরকেও।
আরও পড়ুন: বাদ ‘ধর্মনিরপেক্ষতা’; কংগ্রেস-দলিল জুড়ে ‘জাতীয় সংহতি’, ‘জাতীয়তাবাদ’
কী কারণে গাছ ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, বৃষ্টির কারণে মাটি আলগা হয়েই এমন বিপত্তি। গাছটি যেভাবে ভেঙে পড়েছিল, তাতে আড়াআড়িভাবে রাস্তা পুরো আটকে যায়। এর ফলে দীর্ঘক্ষণ ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গেছিল। বনকর্মীরা এসে গাছের ভেঙে পড়া অংশটি কেটে, সরিয়ে রাস্তা পরিষ্কার করেন। দীর্ঘক্ষণ ওই পথে যান চলাচল বন্ধ থাকার পর আবার তা শুরু হয়।