পহেলগাঁও এর ঘটনা নিয়ে ভারতীয় সেনাকে কটুক্তি করায় শিলিগুড়ি হিন্দু মহা মঞ্চের তরফ থেকে শিলিগুড়ি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হলো।
আরও পড়ুন: অ্যাকশন মোডে ভারত, কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হল আরও তিন লস্কর জঙ্গির বাড়ি
বলা হয়েছে যে যখন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এখন দেশের লোক কিভাবে সেনাবাহিনীর লোকজনকে কটুক্তি করে? যারা দিন রাত এক করে দেশের জন্য নিজের জীবন বিপন্ন করছেন, রাত জেগে আমাদের জন্য পাহারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে এইসব কটুক্তি গোটা দেশবাসীর কাছে অপমানজনক। অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, বলে জানান হিন্দু মহা মঞ্চের সদস্যরা।
আরও পড়ুন: জম্মুর হাসপাতালে হাই অ্যালার্ট জারি! কর্মীদের ছুটি বাতিল, ‘প্রস্তুত’ থাকার নির্দেশ; যুদ্ধ কি আসন্ন ?
এদিন তারা আরো দাবী করেন কোনভাবেই সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলা যাবে না। তা সে সোশ্যাল মিডিয়ায় হোক, অথবা বাইরেই হোক। এইভাবে যদি আমরা দেশের মধ্য নিজেদের সাথে এইভাবে মতপার্থক্য করে চলি তাহলে তো বাইরে থেকে সুবিধা পেয়ে যাবে। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, এই দাবি করেন সাইবার ক্রাইম বিভাগের অফিসারদের কাছে। তারা এ ও জানান আর যাতে কেউ এই ধরনের উক্তি না করে সেটাও দেখতে অনুরোধ করা হয়েছে সাইবার ক্রাইম বিভাগের কাছে।