Monday, 15 September, 2025
15 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গMurshidabad: মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জারি হোক, স্বরাষ্ট্র মন্ত্রকে সুপারিশ বোসের

Murshidabad: মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জারি হোক, স্বরাষ্ট্র মন্ত্রকে সুপারিশ বোসের

রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্য প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেছেন বোস।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কিছুদিন আগেই হিংসাদীর্ণ মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরজমিনে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা। কথা বলেন দুর্গতদের সঙ্গে। এবার সোজা রিপোর্ট পাঠালেন অমিত শাহরের দফতরে। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো ওই রিপোর্টেই পরিস্থিতি আরও খারাপ হলে ৩৬৫ ধারা লাগুর সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্য প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেছেন বোস।

আরও পড়ুন: চমকে যাবেন; ব্যপারটা কী, সুইমিং স্যুট পরে ভোট দিতে যান নাগরিকরা!

সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে ঘটনা পূর্বপরিকল্পিত। স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ঘটনার নেপথ্যে রাজনৈতিকভাবে ধর্মীয় মেরুকরণের কথাও বলা হয়েছে। ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ হয়েছে, মনে করছে রাজভবন। রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে রিপোর্টে। প্রশাসনিক ব্যর্থতর ক্ষেত্রে তদন্তের কথাও বলা হচ্ছে। পাকাপাকিভাবে বিএসএফ, সিআরপিএফ মোতায়নের কথাও বলছেন বোস। নজরদারি আরও বাড়ানোর সুপারিশ। এরইমধ্যে যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে আর্টিকেল ২৫৬ লাগুর সুপারিশ করা হয়েছে রাজভবন থেকে।

আরও পড়ুন: মাটিগাড়া সেনা ক্যাম্পের কাছে আফগানি; গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে মাটিগাড়া থানার পুলিশ

এদিকে কয়েকদিন আগেই মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে বদলে গিয়েছে পুলিশ সুপার। এরইমধ্যে এদিনই আবার সামশেরগঞ্জ ছানার ওসি ও এক সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। এরইমধ্যে রাত পোহালেই সামশেরগঞ্জ এবং সুতিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে মুর্শিদাবাদে আসার কথা তাঁর থাকবেন বহরমপুর সার্কিট হাউসে। সেখান থেকে মঙ্গলবার তাঁর সামশেরগঞ্জে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে এই মুহূর্তে জেলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

এই মুহূর্তে

আরও পড়ুন