Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গNew Jalpaiguri: বন্ধুর ১৪ বছরের মেয়েকে ধর্ষণ! এনজেপি-তে শোরগোল

New Jalpaiguri: বন্ধুর ১৪ বছরের মেয়েকে ধর্ষণ! এনজেপি-তে শোরগোল

যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিকেলে কোনও রকমে বাড়ি ফেরে ১৪ বছরের মেয়েটি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

বাবার বন্ধুর বিরুদ্ধে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শোরগোল জলপাইগুড়ির ভক্তিনগরে। অভিযোগ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে জঙ্গলে এবং পরে ট্রেনের ফাঁকা কামরায় যৌন নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার পরিবারের তরফে নিউ জলপাইগুড়ি জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে পুলিশ।

আরও পড়ুন: নেপথ্যে এক গভীর ষড়যন্ত্র! গণবিক্ষোভের ছদ্মবেশে মুর্শিদাবাদে দাঙ্গা

‘নির্যাতিতা’-র পরিবারের দাবি, অভিযুক্ত তাদের পরিচিত। ‘নির্যাতিতা’র বাবার বন্ধু তিনি। অভিযোগ, সোমবার দুপুরে অভিযুক্ত বন্ধুর বাড়িতে যান। তখন বাড়িতে কেবল ছিল বন্ধুর কন্যা। মেয়েটিকে তার মায়ের কাছে নিয়ে যাবে বলে তাকে নিয়ে বাড়ি থেকে বার হন প্রৌঢ়। প্রথমে টোটো ভাড়া করে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় যান তাঁরা।

পুলিশের কাছে ‘নির্যাতিতা’র মা জানান, প্রথমে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় তাঁর মেয়েকে। পরে গামছা দিয়ে নাবালিকার মুখ এবং দুই হাত বেঁধে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ফাঁকা কামরায় তোলা হয়। সেখানে ধর্ষণ করা হয় মেয়েটিকে। ঘটনাটি ঘটে দুপুরে।

আরও পড়ুন: চিপস নয়, বিস্কুট চুরির সন্দেহ; আবার আক্রান্ত ক্লাস সেভেনের পড়ুয়া

মেয়েটির উপরে নির্যাতন করে কামরার মধ্যে তাকে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিকেলে কোনও রকমে বাড়ি ফেরে ১৪ বছরের মেয়েটি। রাস্তায় তাকে ওই ভাবে হাঁটতে দেখে পরিচিত কয়েক জন বাড়িতে পৌঁছে দেয়। বাড়ির লোকজনকে সব কথা বলার পরে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতেই জিআরপি থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এনজেপি জিআরপি-র আইসি প্রেমাশিস চট্টোপাধ্যায় বলেন, ‘‘ঘটনায় পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।’’

এই মুহূর্তে

আরও পড়ুন