Sunday, 3 August, 2025
3 August, 25
HomeকলকাতাMamata Banerjee: কৌস্তভের ফেসবুক পোস্টে শুরু তোলপাড়! রণজিৎ ঘোষকেই বিয়ে করেন মমতা?...

Mamata Banerjee: কৌস্তভের ফেসবুক পোস্টে শুরু তোলপাড়! রণজিৎ ঘোষকেই বিয়ে করেন মমতা? হয়েছিলেন সন্তানসম্ভবাও?

৩০ এপ্রিল ২০১২ সালে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রদান করা ওই চিঠিতে দীপক কুমার ঘোষ মমতার বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পাহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে সম্পন্ন হওয়া “Operation Sindoor”-কে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ছিল প্রধানমন্ত্রী মোদীর জনসভা। ওই জনসভা থেকে “Operation Bengal”-এরও ডাক উঠেছে। যদিও, মোদীর এই সভার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না সেই প্রশ্ন তোলেন। এদিকে, মুখ্যমন্ত্রীর এহেন প্রতিক্রিয়ায় রীতিমতো গর্জে ওঠে বিজেপি। শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন “উনি (মুখ্যমন্ত্রী) এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি।”

এই আবহেই বিজেপি নেতা কৌস্তুভ বাগচীর একটি ফেসবুক পোস্ট উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক কুমার ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বই The Goddesses That Failed-এর সপ্তম চ্যাপ্টার থেকে একটি চিঠির ছবি তুলে ধরেছেন। পাশাপাশি, ক্যাপশনে লিখেছেন, “প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।” ওই গোপন চিঠিতে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে দীপক কুমার ঘোষের করা কয়েকটি প্রশ্ন উপস্থাপিত করা হয়।

আরও পড়ুন: ‘আসল’ রিপোর্ট পেয়েও ‘চুপ’ ছিল সরকার! নেতাজি নিয়ে ‘বড় চক্রান্ত’

মূলত, ৩০ এপ্রিল ২০১২ সালে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রদান করা ওই চিঠিতে দীপক কুমার ঘোষ মমতার বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চান। পাশাপাশি, সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ আলিপুর পুলিশ কোর্টের আইনজীবী এবং তৎকালীন তৃণমূল বিধায়ক রণজিৎ ঘোষের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন কিনা সেই প্রশ্নও উপস্থাপিত করেন তিনি। এছাড়াও ২০১১ সালের ২০ মে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে রণজিৎ ঘোষ উপস্থিত ছিলেন কিনা সেই বিষয়েও প্রশ্ন করেন।

রণজিৎ  ঘোষ এবং মমতার বৈবাহিক জীবন সম্পর্কে প্রশ্ন করার পাশাপাশি দীপক কুমার ঘোষ আরও কিছু ব্যক্তিগত প্রশ্ন ওই চিঠি মারফত করেন। যেখানে তিনি মমতার উদ্দেশ্যে সরাসরি জানতে চান, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর মমতা আদৌ সন্তানসম্ভবা হয়েছিলেন কিনা? এমনকি, বন্ধু এবং চিকিৎসকদের সহায়তায় তিনি কোনও ব্যক্তিগত ক্লিনিকে গর্ভপাত করিয়েছিলেন কিনা সেই বিষয়েও প্রশ্নের উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: ‘জাস্ট মেরে ফেল…’, ভাইরাল অডিয়ো ক্লিপ

এদিকে, ওই চিঠির শেষ অংশে এই সংক্রান্ত সমস্ত বির্তক দূর করার লক্ষ্যে দীপক কুমার ঘোষ মমতার উদ্দেশ্যে দিল্লির AIIMS-এ “ভার্জিনিটি টেস্ট” করানোর দাবি জানান। এছাড়াও, ওই চিঠির শেষ অনুচ্ছেদে দীপক কুমার ঘোষ মমতার উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন, এই চিঠি প্রাপ্তির ১০ দিনের মধ্যে এই সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর তিনি যেন দেন। যাতে এই চিঠি যদি কোনও দিন প্রকাশিত হয়, সেক্ষেত্রে মমতা ভিন্ন দাবি না করতে পারেন।

এই মুহূর্তে

আরও পড়ুন