Wednesday, 15 October, 2025
15 October
HomeকলকাতাBJP: তৃণমূলের স্বপ্নের বিরিয়ানিতে ঘি! বঙ্গে পদ্ম ফুটলেই ৩ হাজার টাকা!

BJP: তৃণমূলের স্বপ্নের বিরিয়ানিতে ঘি! বঙ্গে পদ্ম ফুটলেই ৩ হাজার টাকা!

ছাব্বিশে বিজেপি সরকার ক্ষমতায় এলেই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ছাব্বিশে বিজেপি সরকার ক্ষমতায় এলেই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে তিন হাজার টাকা। আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব, তাতে তিন হাজার টাকা করে দেব। এই নিয়ে বিরোধী দলনেতাও বলেছেন। ভাতা হবে, তবে এটাও ঠিক ভাতা থাকা মানে এই নয় যে কর্মসংস্থান হবে না।”

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ থেকে বরফ উধাও! অবাক সবাই

উল্লেখ্য, এই অন্নপূর্ণা যোজনার কথা বলতে গিয়েই গত বছরের শেষের দিকে বিতর্কে জড়িয়েছিলেন সুকান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনে বাংলায় এসে দলকে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছিলেন। আর সেই টার্গেট পূরণ করতে ময়দানে নেমে পড়েছিলেন বিজেপির রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব। কর্মসূচিতে গিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের নেতাদের উদ্দেশে তিনি বলেছিলেন, “পাড়ার লোকদের বলুন বিজেপির সদস‍্য হওয়ার জন্য। তারা বলবে কেন করব? মহিলাদের বোঝান যদি অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পেতে চান বিজেপির মেম্বারশিপ ফর্ম ফিলাপ করুন।”  সেই নিয়ে কম বিতর্ক হয়নি।

আরও পড়ুন: উত্তরপাড়ায় ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তিন জন, ঘনাচ্ছে রহস্য

বিজেপির ইস্তেহারে কর্মসংস্থানেরও আশ্বাস দেওয়া হয়েছে।  প্রত্যেক বছর এসএসসি পরীক্ষাও হবে। সুকান্ত বলেন, “প্রতি বছর স্বচ্ছভাবে এসএসসি পরীক্ষা হবে। হয় অনলাইনে পরীক্ষা হবে, অথবা পরীক্ষার পর ওএমআর শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেব। ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে। যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয়। সেখান থেকেই নম্বর জেনে নেওয়া যাবে।” ইস্তেহারে এই গোটা বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানান সুকান্ত।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “স্বপ্নের বিরিয়ানিতে ঘি মেশাতে বাধা কোথায়? ক্ষমতায় আসবেন না, কথা বলতে অসুবিধা কোথায়? এলোমেলো কথা বলে কিছু মানুষের মন দখলের চেষ্টা চলছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন