Saturday, 5 July, 2025
5 July, 2025
HomeকলকাতাIndian Oil: বজবজে গ্যাস বের করে বিক্ষোভ ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের, গ্রেফতার ৪০

Indian Oil: বজবজে গ্যাস বের করে বিক্ষোভ ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের, গ্রেফতার ৪০

ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে উত্তাল বজবজ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে উত্তাল বজবজ। ড্রাইভার ও খালাসিদের টাকা আটকে রাখার অভিযোগ কনট্রাক্টরদের বিরুদ্ধে। যার জেরে তুমুল বিক্ষোভ শ্রমিকদের। একাধিক বাইক ভাঙচুর। শুধু তাই নয়, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস খুলে বাইরে বের করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন তাঁদের।

আরও পড়ুন: প্রাণ গেল ২ জনের; সাতসকালে হাওড়া পৌরনিগমের ভিতর ভয়াবহ ঘটনা

শ্রমিকদের দাবি, ইন্ডিয়ান অয়েলের লোডিং-আন লোডিংয়ে প্রায় তিন বছরের টাকা বকেয়া রয়েছে। অভিযোগ, কনট্রাক্টরের লোকজন টাকা আটকে রেখেছেন। এই নিয়ে মঙ্গলবার বৈঠক হয়। অভিযোগ সেই সময় ড্রাইভার ও খালাসিদের মারধর করা হয়। এরপরই খালাসি ও ড্রাইভাররা মিলিতভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে রাস্তায় বিক্ষোভ চলায় তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শ্রমিকদের দাবি, এতদিন তাঁরা টাকা পাচ্ছে না। শুধু মিটিং এরপর মিটিং হচ্ছে। কোনও কাজ হচ্ছে না, উল্টে বৈঠকে ডেকে এনে মারধর করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও (রাত ১১টা ২০) পর্যন্ত চল্লিশ জনকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ।

আরও পড়ুন: ব্রাউন সুগার তৈরির কারখানা! তাও আবার শিলিগুড়িতে

আন্দোলনরত এক শ্রমিক বলেন, “আমরা তো পেটের জন্য কাজ করি? অথচ আমাদের কেউ দেখছে না? সব নেতাদের বলেছি। আজ পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এক সপ্তাহে তিনবার মিটিং হয়েছে। কিছুই দিচ্ছে না। তিন বছর ধরে টাকা দেয় না। আমরা প্রায় ১ লক্ষের মতো টাকা পাব। এখন বলছে তিন শতাংশ টাকা দেবে। এটা হয় নাকি?”

এই মুহূর্তে

আরও পড়ুন