Saturday, 5 July, 2025
5 July, 2025
HomeহুগলীSrabani Mela Tarakeswar: শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া-তারকেশ্বর স্পেশ্যাল ট্রেনের সূচি জানিয়ে দিল...

Srabani Mela Tarakeswar: শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া-তারকেশ্বর স্পেশ্যাল ট্রেনের সূচি জানিয়ে দিল রেল

হাওড়া থেকে তারকেশ্বর চার জোড়া হাওড়া – তারকেশ্বর – হাওড়া ইএমইউ স্পেশাল চলবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বর:

শেষ হতে চলল আষাঢ়। আসছে শ্রাবণ। সেজে উঠছে তারকেশ্বর। শ্রাবণী মেলা উপলক্ষে প্রতি বছরই ব্যাপক ভিড়ের ছবি দেখা যায় তারকেশ্বরে। শুধু রাজ্য নয়। রাজ্যের বাইরে থেকেও বিপুল সংখ্যক মানুষ আসে মহাদেবের মাথায় জল ঢাল। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত ১২ নম্বর রুট টানা একমাস জলযাত্রীদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায়। এবার তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেল।

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয়কে যাবজ্জীবন শাস্তি দেওয়া বিচারক জোড়া খুনের মামলায় ফাঁসির রায় দিলেন

মূলত জুলাই ও অগস্ট মাসজুড়ে চলে এই মেলা। তারকেশ্বরের পাশাপাশি মারাত্মক ভিড়ের ছবি দেখা যায় শেওড়াফুলিতেও। আর তা সামাল দিতেই এবার হাওড়া থেকে চলবে বেশ কিছু স্পেশ্যাল ট্রেন। ১০ জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে শ্রাবণী মেলা। মেলার সময় সবথেকে বেশি সংখ্যক অতিরিক্ত ট্রেন দেওয়া হচ্ছে রবিবার ও সোমবার।

আরও পড়ুন: BJP-তে শুরু শমীক যুগ, শুধুমাত্র ঘোষণার অপেক্ষা

হাওড়া থেকে তারকেশ্বর চার জোড়া হাওড়া – তারকেশ্বর – হাওড়া ইএমইউ স্পেশাল চলবে। স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে রাত সাড়ে ১২টা, ভোর ৪.১৫, দুপুর ১২টা ৪০, দুপুর ১টা ২০ মিনিটে ছাড়বে। তারকেশ্বর পৌঁছাবে যথাক্রমে রাত ২টো, ভোর ৫টা ৪৫, দুপুর ২টো ১০, দুপুর ২টো ৫০ মিনিটের। তারকেশ্বর থেকে থেকে চার স্পেশ্যাল ট্রেনের মধ্যে একটি ছেড়ে আসবে রাত ২টো ৩০, সকাল ১০টা ৫৫, ১১টা ৩৫ ও রাত ৯.১৭ মিনিটে

স্পেশ্যাল ট্রেন চলবে কোন কোন তারিখে… 

১০ জুলাই, ১৩ জুলাই, ১৪ জুলাই, ২০ জুলাই, ২১ জুলাই, ২৭ জুলাই, ২৮ জুলাই, ২৯ জুলাই, ৩ অগস্ট, ৪ অগস্ট, ৯ অগস্ট, ১০ অগস্ট, ১১ অগস্ট, ১৫ অগস্ট, ১৬ অগস্ট, ১৭ অগস্ট, ১৮ অগস্ট। 

এই মুহূর্তে

আরও পড়ুন