Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeদক্ষিণবঙ্গBus Accident: গোঘাটে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! গেল প্রাণ! হাসপাতালে ২০

Bus Accident: গোঘাটে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! গেল প্রাণ! হাসপাতালে ২০

ভর সন্ধ্যায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঝরল রক্ত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বর:

ভর সন্ধ্যায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঝরল রক্ত। গেল প্রাণ। হাসপাতালেও ভর্তি হতে হল একাধিক যাত্রীকে। ঘটনা গোঘাটের পান্ডুগ্রামে। প্রথমে এলাকার বাসিন্দারাই দুর্ঘটনার কবলে পড়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের পাঠানো হয় কামারপুকুর হাসপাতালে। কিন্তু বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন: আজব কাণ্ড, মাথা চুলকাচ্ছে পড়ুয়ারা! ১০০-এ পরীক্ষা, পেল ২৫৭! তারপরও ফেল!

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। পুলিশও শেষ পর্যন্ত উদ্ধার কাজে হাত লাগায়। স্থানীয় সূত্রে খবর, আরামবাগ থেকে বদনগঞ্জ যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। কিন্তু রাস্তাতেই গোঘাটের পান্ডুগ্রামের কাছে একটি ট্রাক্টরের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মোট ২০ জন আহত।

আরও পড়ুন: “জিষ্ণুবাবু”; দুই স্কুল, লাইব্রেরিয়ান একজনই! সমস্যার শেষ নেই

ঘটনাটি ঘটে এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। ঘটনায় একেবারে হইচই পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলছেন ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশটি ভয়ঙ্করভাবে দুমড়ে-মুচড়ে যায়। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক্টরটিও। তবে যে ব্যক্তির মৃত্যু হয়েছে এখন তাঁর নাম পরিচয় জানা যায়নি। খোঁজ-খবর নিতে শুরু করেছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন