Warning: such file or directory in /home/vol17_1/bangabarta.com/epiz_28832864/htdocs/wp-includes/load.php on line 1346 require_once(/home/vol17_1/epizy.com/epiz_28832864/htdocs/wp-includes/class-wp-textdomain-registry.php): failed to open stream: No

Fatal error: require_once(): Failed opening required '/home/vol17_1/bangabarta.com/epiz_28832864/htdocs/wp-includes/class-wp-textdomain-registry.php (include path='.:/usr/share/pear') in /home/vol17_1/bangabarta.com/epiz_28832864/htdocs/wp-includes/load.php on line 1346

Wednesday, 20 August, 2025
Warning: such file or directory in /home/vol17_1/bangabarta.com/epiz_28832864/htdocs/wp-includes/load.php on line 1346 require_once(/home/vol17_1/epizy.com/epiz_28832864/htdocs/wp-includes/class-wp-textdomain-registry.php): failed to open stream: No

Fatal error: require_once(): Failed opening required '/home/vol17_1/bangabarta.com/epiz_28832864/htdocs/wp-includes/class-wp-textdomain-registry.php (include path='.:/usr/share/pear') in /home/vol17_1/bangabarta.com/epiz_28832864/htdocs/wp-includes/load.php on line 1346

20 August, 25
Homeউত্তরবঙ্গMoynaguri: ‘খেলনা নোট’ ব্যাঙ্কের মেশিনে জমা করে গ্রেপ্তার ১

Moynaguri: ‘খেলনা নোট’ ব্যাঙ্কের মেশিনে জমা করে গ্রেপ্তার ১

ব্যাংক কর্তৃপক্ষ ওই মেশিন খুলে দেখতে পান, সেখানে ২৩টি পাঁচশো টাকার ‘খেলনা নোট’ রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

টাকা কী? নোট দেখতে কেমন হয়? কত রকমের নোট আছে? এই সমস্ত কিছু শিশুদের শেখানোর জন্য এক ধরনের নোট বিক্রি হয়। প্রায় ভারতীয় নোটের মতোই দেখতে, কিন্তু আসলের সঙ্গে অনেক তফাৎ।

অনলাইনে এই নোট কিনে ব্যাংকের সিডিএমে (ক্যাশ ডিপোজি়ট মেশিনে) ফেলার পরেই ধরা পড়ে গেলেন এক তরুণ। এই ‘শিশুসুলভ বিশৃঙ্খলা’ ঘটিয়েছেন ময়নাগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্রজ্যোতি গুহ।

বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিশ। শুক্রবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন: শহরে পর্যাপ্ত পুলিশ; উল্টো রথ ও মহরমে ৫০০০ পুলিশ রাস্তায়

ছোটবেলায় ‘ব্যবসায়ী’ খেলেছেন যাঁরা, তাঁরা জানেন সেই খেলায় বিভিন্ন রকমের নোট ব্যবহার হতো। তবে শুধু খেলার জন্যই। তা দিয়ে বাজার-দোকান করা যেত না। বর্তমানে অনলাইনে জামাকাপড়ের মতোই এক ধরনের নোট বিক্রি হয়।

এই নোট দেখতে প্রায় হুবহু আসল ভারতীয় নোটের মতো। সেই নোট মূলত শিশুদের শিক্ষা এবং খেলাধূলায় ব্যবহার হয়। কিন্তু অনলাইন ডেলিভারি সংস্থা থেকে সেই নোট কিনে কেউ বাজার-দোকান করবে, তা স্বপ্নেও ভাবে ক’জন?

শুভ্রজ্যোতি ভেবেছিলেন শুধু নয়, গত কয়েকদিন ধরে সেই ‘খেলনা’ নোট ব্যবহারও করেছেন। কিনেছেন বেশ কয়েকটি সামগ্রীও। কিন্তু কী ভাবে? পুলিশ ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা করছে।

ঘটনাটি ঘটে গত মাসের ২৫ তারিখ। ‘খেলনা টাকা’ পকেটে নিয়ে তিনি পরিবারের সঙ্গে একটি বেসরকারি ব্যাঙ্কে যান। সেখানেই সিডিএমে সেই নোটগুলো জমা করে চলে আসেন।

আরও পড়ুন: ফের যাত্রী দুর্ভোগ! শনি-রবিবার বেরনোর প্ল্যান? বাতিল একাধিক লোকাল ট্রেন 

নোটগুলি মেশিনের আলাদা ট্রেতে চলে যায়, যেখানে জাল কিংবা নষ্ট নোট জমা হয়। ব্যাংক কর্তৃপক্ষ ওই মেশিন খুলে দেখতে পান, সেখানে ২৩টি পাঁচশো টাকার ‘খেলনা নোট’ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তাঁরা বুঝতে পারেন, কেউ ইচ্ছাকৃত ভাবে নোটগুলো মেশিনে ঢুকিয়েছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁরা একজনকে চিহ্নিত করেন। তাঁরা থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি সেই ফুটেজ পুলিশকে দেন। পুলিশ খোঁজখবর চালিয়ে শেষমেশ বৃহস্পতিবার রাতে শুভ্রজ্যোতিকে গ্রেপ্তার করে।

ওই নোটগুলো দিয়ে ধৃত আর কী কী করেছেন, এর পিছনে কোনও চক্র রয়েছে কি না সমস্তটাই জানার চেষ্টা করছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন