বোর্ড লাগিয়ে গাঁজা পাচার রুখল গোঘাট থানার পুলিশ। বাজেয়াপ্ত হল ৯ টি বস্তা থেকে ৮০ কেজি গাঁজা। আটক অন ডিউটি বোর্ড লাগানো গাড়িটি। গ্রেফতার চালক। পলাতক ২।
আরও পড়ুনঃ ডিঙিতে শ্মশান যাত্রা! পুত্রদের কাঁধে চেপে নয়
গোপন সূত্রে খবর পেয়ে, আরামবাগ মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়ক ও আরামবাগ বাঁকুড়া ২ নম্বর রাজ্য সড়কে সোমবার দুপুরে পুলিশ জরুরি ভিত্তিতে নাকা চেকিং করে। ২ নং রাজ্য সড়কে গোঘাটের লয়লায় নাকা চেকিং চলার সময় লাল প্রাইভেট কার গাড়িটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চলে। গাড়িটিতে অন ডিউটি কেতুগ্রাম ২ ব্লক ও গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর বোর্ড সাঁটানো ছিল। চালককে জেরা করতেই বেরিয়ে আসে তথ্য। গাড়িটি ওড়িশার ভুবনেশ্বর থেকে খড়গপুর হয়ে ৭ নম্বর রাজ্য সড়ক থেকে ২ নম্বর রাজ্য সড়কে চলে আসে বর্ধমানের কেতুগ্রাম যাওয়ার উদ্দেশ্যে।
আরও পরুনঃ সারা শরীরে লাল-লাল দাগ, স্কুলের মধ্যেই ক্লাস সিক্সের ছাত্রের সঙ্গে যা ঘটল!
গোঘাটের লয়লা এলাকায় নাকা তল্লাশির সময় উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী ও গোঘাট ১ নম্বর বিডিও সম্রাট বাকচী। ৯ বস্তা গাঁজা সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেও পুলিশ সঙ্গে সঙ্গেই চালককে গ্রেফতার করে। যদিও গাড়িটির ড্রাইভার দাবি গাড়ি থেকে আগেই দুজন পালিয়ে গিয়েছে। কারা এই ঘটনায় যুক্ত আছে এবং কোথায় গাঁজা সাপ্লাই হচ্ছিল সমস্তটাই তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।