Thursday, 31 July, 2025
31 July, 25
Homeউত্তরবঙ্গMohun Bagan Day 2025: ব্যতিক্রমী ছিল না শিলিগুড়িও, "শিলিগুড়ি মেরিনার্স" পালন করল...

Mohun Bagan Day 2025: ব্যতিক্রমী ছিল না শিলিগুড়িও, “শিলিগুড়ি মেরিনার্স” পালন করল ২৯ শে জুলাই

আদ্যোপান্ত মোহনবাগানী ডেপুটি মেওর রঞ্জন সরকার কেক কাটলেন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

আজকের জন্মদিন শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের। আজকে সেই ঐতিহাসিক ২৯ শে জুলাই, মোহনবাগানের জন্মদিন। গর্বের দিন মোহনবাগানিদের কাছে। সারা বাংলা জুড়ে মোহনবাগানের সদস্য এবং সমর্থকেরা পালন করলেন ২৯ শে জুলাই। ব্যতিক্রমী ছিল না শিলিগুড়িও  ” শিলিগুড়ি মেরিনার্স” পালন করল ২৯ শে জুলাই। শিলিগুড়িতে মহানন্দা নদীর পাশে  আছে মোহনবাগানের লেন। সেখানেই পালন করা হলো  আজকের মোহনবাগান দিবস।

আরও পড়ুনঃ জারি রেড অ্যালার্ট! শতাধিক বাড়ি তিস্তার জলের নিচে

আদ্যোপান্ত মোহনবাগানী ডেপুটি মেওর রঞ্জন সরকার কেক কাটলেন, তিনি জানালেন ছোটবেলা থেকেই মোহনবাগানকে দেখেই শিখেছি, মোহনবাগানকে দেখেই বড় হয়েছে। মোহনবাগান জিতলে যেমন আনন্দ পাই হারলেও তেমন নেই বেদনা লাগে। আমারও প্রাণ মোহনবাগান । এ দিন কেক কাটার সময় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মোহনবাগানের সকল সদস্য এবং সমর্থকেরা। উপস্থিত ছিলেন ক্ষুদে মোহনবাগানীরাও। এদিন মোহনবাগানের জন্মদিন উপলক্ষে গোটা শিলিগুড়ি কে সাজিয়ে তুলেছিলেন মোহনবাগানের সদস্য এবং সমর্থকেরা।

আরও পড়ুনঃ শিবের মাথায় জল ঢালতে গিয়ে বাস দুর্ঘটনা; রাতের অন্ধকারে গোঙানি, রক্তবন্যা…

কেক কাটার সময় উপস্থিত ছিলেন মোহনবাগানের বিশিষ্ট সমর্থকেরা। উপস্থিত ছিলেন সুদীপ্ত জানা, মোহনবাগান যার কাছে  মায়ের মতন। তিনিও জানালেন  প্রতিবছর এই দিনটি  আমার কাছে একটা আলাদা অনুভূতির মতন। তাই এই দিনটিতে  একটু সময় বের করি আমার প্রিয় ক্লাব মোহনবাগানের জন্য।

এই মুহূর্তে

আরও পড়ুন