Wednesday, 6 August, 2025
6 August, 25
Homeউত্তরবঙ্গNH10: উত্তরবঙ্গের ভয়ঙ্কর অবস্থা; চার দিন বন্ধ জাতীয় সড়ক, ফের পাহাড় কেটে...

NH10: উত্তরবঙ্গের ভয়ঙ্কর অবস্থা; চার দিন বন্ধ জাতীয় সড়ক, ফের পাহাড় কেটে শুরু নতুন রাস্তা তৈরি

জাতীয় সড়ক এখানে তিস্তায় বিলিন হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ভয়ঙ্কর অবস্থা উত্তরবঙ্গের। সপ্তাহভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই আগামী ৭২ ঘণ্টাতেও একের পর এক জেলাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস। ঘূর্ণাবর্ত-মৌসুমি অক্ষরেখার জোটে সক্রিয় বর্ষা। ফুঁসছে তিস্তা। কিছু জায়গায় তো জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা। রবিঝোরার কাছে দেখা গিয়েছিল এই ছবি। এবার কাজ শুরু হল সেতিঝোরার কাছে। জাতীয় সড়ক এখানে তিস্তায় বিলিন হয়েছে।

আরও পড়ুনঃ গলছে বরফ? শুল্কযুদ্ধের আবহেই চিন সফরে মোদি; লাল ফৌজের সঙ্গে সংঘর্ষের পরে এই প্রথম

পাহাড় কেটে তৈরি হচ্ছে নতুন রাস্তা। অবস্থা এমন যে এখানে গত চার দিন ধরে বন্ধ জাতীয় সড়ক। গোটা এলাকা যেন বধ্যভুমি। রাস্তা তৈরির কাজ চললেও বিপদ এখানে প্রতি পদে পদে। রাস্তার একপাশে রয়েছে তিস্তা। সেখানেই নতুন করে রাস্তা তৈরি করতে গিয়ে বারবার কাটা হচ্ছে পাহাড়। এখান থেকেই আবার ১৬০ মিটার দূরে পাহাড়ের ভিতর রয়েছে টানেল। যে পথে দৌড়াবে রেল। কিন্তু, ফের বিপর্যয় হলে ফের পাহাড় কেটে রাস্তা আর তৈরি করা যাবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। সে ক্ষেত্রে চাপ হতে পারে সেবক-বাংলা রেল প্রকল্প।

আরও পড়ুনঃ বহিরাগতদের এনে পালটা মারের অভিযোগ, কলেজ ছাত্রীদের কটূক্তি দুই মহিলার

বিগত কয়েকদিনে উত্তরবঙ্গ, সিকিমের অন্যতম প্রধান লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের নানা প্রান্তে দফায় দফা ধস নেমেছে। তারখোলায় নেমেছিল ধস। বন্ধ হয়ে গিয়েছিল শিলিগুড়ি-গ্যাংটক যোগাযোগ ব্যবস্থা। তাকদা, তিনচুলে যাওয়ার রাস্তাতেও নেমেছিল ধস। ধস নেমেছিল লাভা-লোলেগাঁও যাওয়ার রাস্তাতেও।

এই মুহূর্তে

আরও পড়ুন