Wednesday, 15 October, 2025
15 October
HomeকলকাতাSalt Lake: গাড়িতে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের, পুলিশকে ছোড়়া হচ্ছে থান...

Salt Lake: গাড়িতে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের, পুলিশকে ছোড়়া হচ্ছে থান ইট, রণক্ষেত্র সল্টলেক

এক ডেলিভারি বয়ের মৃত্যু ঘিরে তুমুল বিক্ষোভ সল্টলেকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সল্টলেকে পথদুর্ঘটনার বলি ডেলিভারি বয়। রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি চারচাকার গাড়িতে বিস্ফোরণ ঘটে। মাঝে কোনও ভাবে আটকে পড়েছিলেন বাইক আরোহী ওই যুবক। গাড়ির আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার পর স্থানীয়েরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এলাকায় চাঞ্চল্য রয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র‌্যাফও। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়েরা। ইটবৃষ্টি চলছে।

পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে প্রচুর মানুষ ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। সন্ধ্যার পর জনতাকে ছত্রভঙ্গ করতে পদক্ষেপ করা হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষুব্ধ জনতাও পাল্টা পাথর ছুড়তে শুরু করে পুলিশের দিকে। সেতুর দু’দিক থেকেই পাথর ছোড়া হয়। বেশ কিছু ক্ষণ সংঘর্ষ চলেছে। পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয়।

আরও পড়ুনঃ জামার ভিতরে আগ্নেয়াস্ত্র, সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি! যুবককে ধরল পুলিশ

কেষ্টপুর এবং সল্টলেকের মাঝে ৮ নম্বর ফুটব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার বিকেলে চারচাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে গাড়িটিতে বিস্ফোরণ হয় এবং দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাস্থলেই ছিলেন ডেলিভারি বয়। বাইক চালাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনও ভাবে ওই রেলিংয়ের মাঝে তিনি আটকে পড়েছিলেন। গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের বার করা সম্ভব হলেও ওই যুবককে উদ্ধার করা যায়নি। গাড়ির আগুনে দগ্ধ হয়ে যান তিনি।

আরও পড়ুনঃ ‘উড়িয়ে দেওয়া হবে’! মন্দিরের গায়েই বড় বড় হরফে লেখা হুমকি! বাড়ল নিরাপত্তা

দমকল সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ তাদের কাছে এই দুর্ঘটনার খবর যায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। আগুন নিয়ন্ত্রণে এনে ওই ডেলিভারি বয়কে উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনায় পুলিশের গাফিলতির দিকে আঙুল তুলেছেন স্থানীয়েরা। অভিযোগ, সময় থাকতেও পুলিশ নীরব দর্শক হয়ে ছিল। যুবককে উদ্ধারের চেষ্টা করা হয়নি। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়েরা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘পুলিশের সামনেই যা হওয়ার হয়েছে। পুলিশ কিছু না করে ভিডিয়ো বানাচ্ছিল। আমরা ছুটে গিয়ে গাড়ি থেকে লোকজনকে উদ্ধার করি। চালক নেশাগ্রস্ত ছিলেন। পুলিশ ঠিকমতো কাজ করলে এটা হত না।’’ আর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আমরা অনেক চেষ্টা করেছিলাম। বালতি দিয়ে জল ঢেলেছি। এত আগুন, আমরা ধারেকাছেই যেতে পারিনি। ছেলেটা পুড়ে গেল।’’

সূত্রের খবর, গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা চলছে। তবে তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, গাড়িটি কেন নিয়ন্ত্রণ হারাল, কী ভাবে কোন পরিস্থিতিতে সেখানে আটকে গেলেন ডেলিভারি বয়, তা এখনও স্পষ্ট নয়। সল্টলেক পূর্ব থানা বিষয়টি খতিয়ে দেখছে।

এই মুহূর্তে

আরও পড়ুন