Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeউত্তরবঙ্গJalpaiguri: বাংলায় নতুন আতঙ্কের নাম লেপ্টোস্পাইরা! চিকিৎসকদেরও চোখ কপালে

Jalpaiguri: বাংলায় নতুন আতঙ্কের নাম লেপ্টোস্পাইরা! চিকিৎসকদেরও চোখ কপালে

রাজগঞ্জের যে বিতর্কিত পোলট্রি ফার্ম থেকে এই রোগ ছড়াচ্ছে বলে অনুমান করা হচ্ছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

বাংলায় নতুন আতঙ্কের নাম লেপ্টোস্পাইরা! জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে উদ্বিগ্ন প্রশাসনও। জ্বর, পেটের সমস্যা সহ একাধিক উপসর্গ নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের রিপোর্ট সামনে আসার পর চিকিৎসকদেরও চোখ কপালে। বৃহস্পতিবার রাতে পাওয়া খবর অনুযায়ী, লেপ্টোস্পাইরা রোগে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। বুধবার পর্যন্তও সংখ্যাটা ছিল ৭৩। রাতে সেই সংখ্যা ছুঁল ১৪৪। ইঁদুর থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের দিন দুমড়ে-মুচড়ে গেল বাস, বর্ধমানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১০

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চেকর মারি সহ ৮টি গ্রামে ইতিমধ্যে ৭৩ জন লেপ্টোস্পাইরা বা ইঁদুর-জ্বরে আক্রান্ত ছিলেন। বুধবার ওই গ্রাম থেকে নতুন করে আরও ৯১ জনের রক্তের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেই রিপোর্ট বৃহস্পতিবার এসে পৌঁছয়। রিপোর্ট দেখে চোখ কপালে ওঠে স্বাস্থ্যকর্তাদের।

দেখা যায় ৯১ জনের মধ্যে ৭১ জন ইঁদুর জ্বরে আক্রান্ত। নতুন করে আরও একজন স্ক্রাব টাইফাস রোগে আক্রান্ত হয়েছে। এই নিয়ে স্ক্রাব টাইফাস রোগে গত দু দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। লেপ্টোস্পাইরা ও স্ক্রাব টাইফাস এই দুটি রোগই ইঁদুর বাহিত বলে জানা গিয়েছে। ৯১ জন লেপ্টোস্পাইরা আক্রান্তের মধ্যে নাবালক ও নাবালিকা মিলিয়ে রয়েছে মোট ৪১ জন।

আরও পড়ুনঃ সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যু, দফায় দফায় বিক্ষোভ বিজেপি-সিপিএমের

এদিকে, রাজগঞ্জের যে বিতর্কিত পোলট্রি ফার্ম থেকে এই রোগ ছড়াচ্ছে বলে অনুমান করা হচ্ছে, প্রশাসনিক নির্দেশে সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে আপাতত। ফার্ম বন্ধ করতে সাত দিন সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলাশাকের দফতরে ম্যারাথন বৈঠকের পর ফার্ম কর্তৃপক্ষকে ওই নির্দেশ দেওয়া হয়। যদিও ফার্ম কর্তৃপক্ষের দাবি, তাদের ফার্ম থেকে ওই রোগ ছড়ায়নি।

বিশেষজ্ঞদের অনুমান, হ্যাচারিতেই প্রচুর পরিমাণ মুরগির বিষ্ঠা জমছে। সেখানেই আনাগোন বাড়ছে ইঁদুর-ছুতোর। সেই ইঁদুর থেকেই ছড়াচ্ছে রোগ।

এই মুহূর্তে

আরও পড়ুন