সিঙ্গুরের নার্সিংহোমে কর্মরত নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে শুক্রবার কলকাতা মেডিকেল কলেজের সামনে তৈরি হল তীব্র উত্তেজনা। ময়নাতদন্তের জন্য শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল থেকে মৃতদেহ মেডিক্যাল কলেজে আনা মাত্রই সেখানে জড়ো হয়ে যান বিজেপি ও সিপিএমের কর্মী-সমর্থকেরা।
আরও পড়ুনঃ শান্তিপুরে অলৌকিক কাণ্ড! আগুনে ছারখার স্বাধীনতা দিবসের মঞ্চ, তবু অক্ষত তেরঙ্গা
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহের দখল নিয়ে শুরু হয় বচসা, যা ক্রমে হাতাহাতিতে গড়ায়। সিপিএমের অভিযোগ— নার্সের দেহ হাইজ্যাক করার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে, বিজেপির দাবি— তাঁরা চান ময়নাতদন্ত হোক নিরপেক্ষ জায়গায়, এমস বা কম্যান্ড হাসপাতালে।
বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, “আমরা চাই মৃতার দেহের ময়নাতদন্ত হোক এমস বা কম্যান্ড হাসপাতালে। সিপিএম এখানে এসে তৃণমূলের হয়ে সেটা আটকাতে চাইছে। ওরা এই রাজনীতি দিল্লিতে গিয়ে করুক।”
পাল্টা সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে অভিযোগ করেন, “তৃণমূলের হয়ে বিজেপি মৃতার পরিবারকে কিনতে নেমেছে। তৃণমূলের হিম্মত হচ্ছে না এখানে আসার, তাই বিজেপিকে পাঠিয়ে দিয়েছে।”
আরও পড়ুনঃ ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকের দেহ হাইজ্যাকের ‘চেষ্টা’, মানববন্ধন করছেন আন্দোলনকারীরা
মৃত নার্সের পরিবারের সদস্যরা মর্গের সামনে গাড়ির ভিতরে বসে রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, দুই রাজনৈতিক দলের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। দু’পক্ষকেই সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল চত্বরে তীব্র উকত্তেজনার পরিবেশ।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, নার্সের মৃত্যুর তদন্ত ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে। পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে আনা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী।