Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeউত্তরবঙ্গJanmashtami 2025: একটা নয় দুটো নয়, ৪৫ টি গোপাল বাড়িতে! নিরবে পূজো...

Janmashtami 2025: একটা নয় দুটো নয়, ৪৫ টি গোপাল বাড়িতে! নিরবে পূজো করে যান সুকুমার ভাদুড়ী

সুকুমার ভাদুরি বাবুর ঘরে গিয়ে দেখা গেল ঠাকুর ঘরে শুধুই গোপাল

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

একটা নয় দুটো নয়, গত ১৫ বছর ধরে ৪৫টি গোপাল রেখেছেন বাড়িতে। কথাটা অবিশ্বাস্য লাগলেও সত্যি। সেভাবেই পূজো করে যান সুকুমার ভাদুড়ী এবং অরুনা ভাদুড়ি তারা জানালেন গত ১৫ বছর ধরে গোপাল বাড়িতে এনেছেন। কিভাবে সব কিছু ঠিকঠাক রাখেন? তারা জানালেন সবকিছুই ভগবানের আশীর্বাদ। আজকে আমি সব পড়ে যাচ্ছি, গোপালকে ঠিকমতো খাওয়ানো, গোপালকে শুইয়ে দাওয়া এবং অন্যান্য জিনিস।

আরও পড়ুনঃ NIA-র হাতে আটক তৃণমূল নেতা! দোকানের আড়ালেই চলত মশলা বিক্রি

সুকুমার ভাদুরি বাবুর ঘরে গিয়ে দেখা গেল ঠাকুর ঘরে শুধুই গোপাল। তিনি জানালেন  আমার মেয়ে যখন মাধ্যমিক দিয়ে দিল তখন থেকেই আমি গোপাল কিনতে শুরু করি, সেখান থেকে আজকে এখানে দাঁড়িয়েছে ব্যাপারটা। ভালো লাগে, ভগবানের আশীর্বাদ আছে বলেই তো  এত কাজ একসাথে করতে পারি। সংসার করছি, মেয়েদের লেখাপড়া শিখিয়ে বড় করেছি দেশে বিদেশে গেছি  ভগবানেরও  আরাধনা করছি। সুকুমার বাবু এবং অরুনা ভাদুড়ি দুজনেই জানালেন আমাদের এতে কোন সমস্যা তৈরি হয় না। ঈশ্বর আমাদের শক্তি দেন, ওই শক্তি নিয়ে  আমরা আজ এগিয়ে চলেছি। আজকের জন্মাষ্টমী  আজকে সুকুমার বাবুর বাড়ির বিরাট আয়োজন। তার স্ত্রী অরুনা ভাদুড়ি জানালেন তিনিই সব করেন, আজকে পুজো শুরু হবে সন্ধ্যায় একে একে ৪৫ জন গোপালের আরাধনা হবে।

আরও পড়ুনঃ চূড়ান্ত সমাধানে পৌঁছোতে পারলেন না ট্রাম্প-পুতিন, আবার বৈঠকের সম্ভাবনা

সত্যিই অবিশ্বাস্য কীর্তি করে চলেছেন সুকুমারবাবু এবং তার স্ত্রী, যেটা ভাবাই অসম্ভব। সুকুমারবাবু নিজে জানালেন  বাজার আমি করি, আর ঘরের কাজগুলো আমার স্ত্রী করে। ঠাকুরকে দেখা ঠাকুরের জন্য প্রসাদ অন্যান্য কিছু সব আমার স্ত্রী করেন। বলতে পারেন এটাই আশীর্বাদ  জানালেন সুকুমার বাবু এবং তার স্ত্রী। ভগবানের আশীর্বাদই আমরা এগিয়ে যাব। জানিয়ে দিলেন তারা।

এই মুহূর্তে

আরও পড়ুন