Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeদক্ষিণবঙ্গSSC Protest: চাকরিহারাদের মিছিল থেকে ‘হিংসাত্মক হামলা’র আশঙ্কা! বলল বিধাননগর পুলিশ

SSC Protest: চাকরিহারাদের মিছিল থেকে ‘হিংসাত্মক হামলা’র আশঙ্কা! বলল বিধাননগর পুলিশ

অডিয়ো ক্লিপে, পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমা মারার কথা বলা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমবার, ১৮ অগস্ট চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশের মিছিল থেকে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে। এমনটাই আশঙ্কা করছে বিধাননগর পুলিশ। এই মর্মে ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

আগামিকাল সোমবার যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে।‌ সেটা নিয়েই রবিবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে বিধাননগর কমিশনারেট। বিধাননগরের ডিসিপি অনিশ সরকার জানান, একটি কথোপকথন ইন্টারসেপ্ট করা হয়েছে। যাঁদের মধ্যে এই কথোপকথন হচ্ছে তাঁরা দু’জনেই এই মঞ্চের সদস্য।তাঁদের কথার মধ্যে বিভিন্নরকম হিংসাত্মক কথাবার্তা উঠে আসছে।

আরও পড়ুনঃ উত্তপ্ত কসবা! খাস কলকাতায় আক্রান্ত বিজেপি নেতা

তিনি বলেন, ‘এই কথোপকথনের মধ্যে বিভিন্ন জায়গায় উঠে এসেছে মিছিলে পাথর, পেট্রল নিয়ে যাওয়ার কথা। শোনা গিয়েছে পুলিশ ও সরকারি কর্মীদের উপর বোম মারার কথাও। কিছুদিন বাদে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্র সকেট বোমা মেরে উড়িয়ে দেওয়ার মতো হিংসাত্মক কথাও বলা হয়েছে।’

এ দিনের সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবারের মিছিল পুলিশের বাড়তি নজরদারি থাকবে। কমিশনের সূত্রে খবর, কলকাতা হাই কোর্টের নির্দেশে শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তার বাইরে কোনও আন্দোলনের অনুমতি দেওয়া হয়নি।

অন্যদিকে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ওই মঞ্চের এক সদস্য বলেন, ‘কেউ বা কারা ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা চুরি হয়ে যাওয়া চাকরি ফেরানোর জন্য যে লড়াই করছি, তার মধ্যে কোনও ধ্বংসাত্মক বিষয় নেই। সুতরাং আমরা কখনই আইনকে হাতে তুলে নিতে চাইনা, চাইব না। আমরা দশ বছর পর কেন একই বিষয়ে পরীক্ষা দেব? তা নিয়েই এসএসসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা চাই।’

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে শীঘ্রই শুরু হবে এসআইআর? জবাব দিল নির্বাচন কমিশন

উল্লেখ্য, এই সংগঠনের তরফে বিধাননগর পুলিশ কমিশনারেটকে চিঠি দিয়ে মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। ১৮ তারিখ করুণাময়ী থেকে এসএসসি আচার্য সদন পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হবে। বিকেল ৩টে নাগাদ এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে চাকরিহারা শিক্ষকদের তরফে।

এই মুহূর্তে

আরও পড়ুন