বড় কোনও ফন্দি ছিল? মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাইস্কুলের একেবারে গেটের সামনে থেকে উদ্ধার হল প্রচুর বোমা। একটি বোমা ফেটে আহত হয়েছেন এক ব্যক্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ “বন্যরা বনে সুন্দর…”, বাঘ দেখার শখে একদল পর্যটক; পর্যটকদের ফেলে রেখে চলে গেল গাইড!
জানা গিয়েছে, মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের কাছে বোমা বিস্ফোরণ হয়। আহত ব্যক্তির কাছেই বোমা ছিল। তাঁর সঙ্গে থাকা ব্যাগে প্রচুর পরিমাণ বোমা ছিল। এত বোমা নিয়ে কী করছিলেন ওই ব্যক্তি, তার কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের তরফে এখনও ঘটনার বিবরণ দেওয়া হয়নি।
খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল টিমে। তারা এলে ওই প্রচুর সংখ্যক বোমা উদ্ধার ও নিস্ক্রিয় করা হবে। ঘটনাস্থলে উপস্থিত মধ্যমগ্রাম থানার পুলিশ। রয়েছেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনই কিছু জানানো যাচ্ছে না।
আরও পড়ুনঃ ‘সত্য কথা বলা একটি পাপ’; কান ধরে ভুল স্বীকার তৃণমূল কাউন্সিলরের
এদিকে, যে ব্যক্তির কাছে ব্যাগ ভর্তি বোমা ছিল, তিনি বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়েছে ওই ব্যক্তিকে।