Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: মাত্র ৩৫ মিনিটেই বাগডোগরা-গ্যাংটক, MI-172 হেলিকপ্টার পরিষেবা চালু

Siliguri: মাত্র ৩৫ মিনিটেই বাগডোগরা-গ্যাংটক, MI-172 হেলিকপ্টার পরিষেবা চালু

এ বার থেকে সড়কপথে দীর্ঘক্ষণ সময় ধরে আর যাতায়াত করতে হবে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

অবশেষে অপেক্ষার অবসান। এ বার খুব কম সময়ের মধ্যেই বাগডোগরা থেকে গ্যাংটকে পৌঁছনো যাবে। কী ভাবে জানেন? বাগডোগরা থেকে গ্যাংটকের উদ্দেশে চালু হয়েছে হেলিকপ্টার পরিষেবা। রবিবার, ১৭ অগস্ট থেকেই এই পরিষেবা চালু করা হয়েছে। ফের বুরটুক হেলিপোর্ট থেকে MI-172 হেলিকপ্টার পরিষেবা চালু হলো।

আরও পড়ুনঃ মানসিক নির্যাতনের অভিযোগ! কাঠগড়ায় চিকিৎসক দম্পতি

সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (STDC) ও স্কাই ওয়ান এয়ারওয়েজ লিমিটেডের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করা হয়েছে। এ বার থেকে সড়কপথে দীর্ঘক্ষণ সময় ধরে আর যাতায়াত করতে হবে না। বরং তার বদলে এ বার ৩০-৩৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন বাগডোগরা থেকে গ্যাংটক।

টিকিট বুক করার জন্য বাগডোগরা বিমানবন্দরের হেলিকপ্টার বুকিং অফিসে ফোন করতে পারেন। নম্বরগুলি হলো ০৩৫৯২-২০৩৯৬০ ও ৭৩১৮৯০৬৬৭৭। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বুক করতে পারবেন। প্রতি রাউন্ডের জন্য একজন ব্যক্তির ৪৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ স্টুডেন্টস হেলথ হোমের মৌলালী কেন্দ্রে সূচনা হল বর্ষব্যাপী কবি সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপনের

MI-172 হেলিকপ্টারটি সকাল ৯টা ৩৫ মিনিটে গ্যাংটক থেকে ছাড়বে। সেটা বাগডোগরায় পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে। আবার বাগডোগরা থেকে সেটা ছাড়বে ১০টা ৪০ মিনিটে। গ্যাংটকে সেটা পৌঁছবে ১১টা ১৫ মিনিটে।

অন্য দিকে, গ্যাংটক থেকে হেলিকপ্টারটি ছাড়বে দুপুর ১২টা ২৫ মিনিটে। সেটা বাগডোগরায় পৌঁছবে দুপুর ১টায়। আবার বাগডোগরা থেকে সেটা ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিটে। আর গ্যাংটকে সেটা পৌঁছবে দুপুর ২টো ৫ মিনিটে। তবে আবহাওয়া কেমন থাকবে তার উপরে ভিত্তি করেই হেলিকপ্টার চালানো হবে। গত বছর এই হেলিকপ্টারের পরিষেবা শুরু হয়েছিল। তার পরে বেশ কিছুদিন বন্ধ ছিল। এ বার ফের সেই পরিষেবা চালু করা হলো।

এই মুহূর্তে

আরও পড়ুন