Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাBengali Actor Joy Banerjee: জীবনযুদ্ধ শেষ, এ পারে দ্বিতীয় স্ত্রী অঙ্কিতাকে রেখে...

Bengali Actor Joy Banerjee: জীবনযুদ্ধ শেষ, এ পারে দ্বিতীয় স্ত্রী অঙ্কিতাকে রেখে ও পারে চলে গেলেন জয় বন্দ্যোপাধ্যায়

অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও দেখা গিয়েছে তাঁকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রয়াত বাংলা ছবিরে জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বয়স হয়েছিল ৬২। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও দেখা গিয়েছে তাঁকে। জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য। তাঁর আরেক পরিচয় তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যয়ের প্রাক্তন স্বামী।

আরও পড়ুনঃ গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ; কলকাতায় নিয়ে আসা হচ্ছে

১৯৬৩ সালের ২৩ মে জন্ম হয় জয় বন্দ্যোপাধ্যায়ের। প্রথম থেকেই বিনোদন জগতের প্রতি অগাধ টান ছিল তাঁর। অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ার শুরু ‘অপরূপা’ ছবি থেকে। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবি থেকেই ইন্ডাস্ট্রির নজরে পড়েছিলেন সুপুরুষ জয়। তবে পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের ‘চপার’ ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান জয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু নয়ের দশকে মুক্তিপ্রাপ্ত পরিচালক অঞ্জন চৌধুরীর হীরক জয়ন্তী ছবি বক্স অফিসে তাঁকে সাফল্য এনে দেয়। প্রশংসিত হয় জয় ও চুমকি চৌধুরীর জুটিও। এমনকী, টলিপাড়ায় রটে যায় চুমকি ও জয়ের প্রেমগুঞ্জনও।

আরও পড়ুনঃ দেড় লক্ষ পরীক্ষার্থীর তথ্যফাঁসের অভিযোগ, উত্তাল প্রাথমিক শিক্ষা পর্ষদ 

‘নাগমোতি’, ‘মিলন তিথি’, ‘আমরা’র মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন জয়। তবে দীর্ঘদিন অভিনয় থেকে দূরেই ছিলেন। বরং রাজনীতিতে ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। ২০১৪ ও ২০১৯ বীরভূম ও উলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয়। একাধিকবার গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়েছেন জয় বন্দ্যেপাধ্যায়। কিন্তু প্রতিবার পরাজয়ই হয়েছে তাঁর সঙ্গী। শেষমেশ, ২০২১ সালের নভেম্বরে, অভিনেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। অভিনেতার প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া টলিউড ও রাজনৈতিক মহলে।

এই মুহূর্তে

আরও পড়ুন