আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের নির্বাচনে বাংলায় পালাবদল নিয়ে আশাবাদী বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একমাসের ব্যবধানে দুটি সভা করে গিয়েছেন। দুর্গাপুজোর আগে ফের বাংলায় আসতে পারেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও দুর্গাপুজোর আগে একাধিকবার বাংলায় আসার সম্ভাবনা রয়েছে। এই আবহে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিতে বাঙালির ফুটবল নিয়ে আবেগকেও হাতিয়ার করতে চলেছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগে ফুটবলকে অস্ত্র করতে চাইছে তারা। সেজন্য জেলায় জেলায় এবার মোদী কাপের আয়োজন করতে চলেছে।
আরও পড়ুনঃ ‘ওয়াশিংটনের কাছে মাথা নত করব না’ হুঙ্কার মোদির
সোমবার বিজেপির সাংগঠনিক বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই মোদী কাপের আয়োজন করতে চায় গেরুয়া শিবির। প্রত্যেক বিধানসভায় একটা নয়, কমপক্ষে ৩ থেকে ৪ টি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে উদ্যোগী হয়েছে তারা। এই নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়।
সাংগঠনিক বৈঠকে আলোচনা হয়েছে, মোদী কাপের সঙ্গে যুক্ত করতে হবে বিজেপির মণ্ডলকে। পুজোর আগেই মোদী কাপ শুরু করতে চায় গেরুয়া শিবির। ঠিক হয়েছে, সেপ্টেম্বর মাসের গোড়া থেকে শুরু হবে মোদী কাপ। তার জন্য জেলাভিত্তিক পাঁচ জন যুব মোর্চা ও পাঁচ জন মূল সংগঠনের নেতা কর্মীদের নিয়ে কমিটি তৈরি করা হবে।
আরও পড়ুনঃ শহর জুড়ে প্রস্তুতি, কড়া নাড়ছে দুর্গাপুজো; জোর করে চাঁদা তোলা রুখতে সক্রিয় লালবাজার
মোদী কাপের জন্য আলাদা জার্সি তৈরি করা হবে বলে সূত্রের খবর। বিজেপি এই কাপের আয়োজন করলেও গ্রামগঞ্জের মানুষের মধ্যে যাতে অন্য বার্তা না যায়, সেজন্য বিজেপির দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন মাঠে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, তৃণমূলের ‘দিদি কাপ’-র পাল্টা কি বিজেপির ‘মোদী কাপ’? ভোটের ময়দানে এর ছাপ কতটা পড়ে, সেটাই এখন দেখার।