সাহেব দাস, তারকেশ্বরঃ
গঙ্গায় নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ। তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি সন্ধ্যা পর্যন্ত। হুগলির কোন্নগর সুইমিং ক্লাব এলাকার বাসিন্দা পঙ্কজ পাত্রকে(৭১) চেষ্টা করেও বাঁচাতে পারলেন না স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দুপুরে কোন্নগর সাধুর ঘাটে যান ওই বৃদ্ধ। স্নান করে গঙ্গাজল নিয়ে বাড়িতে দিয়েও আসেন সকালে। দুপুরে আবার ফিরে যান গঙ্গার ঘাটে। বেশ কিছু সময় সেখানে বসেছিলেন তিনি। তারপর আচমকাই ঘটে যায় অঘটন।
আরও পড়ুনঃ কোচবিহারে প্রাণকেন্দ্র সাগরদিঘি থেকে ভেসে উঠল দেহ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে যখন ওই বৃদ্ধ গঙ্গায় নামেন, সেই সময় জোয়ার ছিল। তাঁকে বাঁচাতে সেই সময় ঘাটে থাকা স্থানীয় দুই যুবকও গঙ্গায় নেমে চেষ্টা করেন, কিন্তু বৃদ্ধের নাগাল পাননি তিনি।
খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। জলে ডুবুরি নামিয়ে বৃদ্ধের খোঁজে তল্লাশি শুরু হয়। খবর পেয়ে গঙ্গার ঘাটে যান বৃদ্ধের আত্মীয়রা। ঘাটের উপর তাঁর চটি জোড়া খোলা পড়ে রয়েছে তখনও। একসময় ফুটবল মাঠে রেফারি ছিলেন পঙ্কজ। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর।
আরও পড়ুনঃ ‘সরকারি দফতরকে TMC-র পার্টি অফিস করে ছেড়েছেন’, বিজেপির নিশানায় ওন্দার বিডিও
খবর পেয়ে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস ঘটনাস্থলে যান। তিনি বলেন, বৃদ্ধের পরিবার জানিয়েছে কোনওভাবে যাতে তাঁর দেহ পাওয়া যায় তার ব্যবস্থা করতে। প্রশাসন সব রকম চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোয়ার আসার সময় সোজা গঙ্গায় নেমে যান বৃদ্ধ। জোয়ারে ভেসে গেলেও বাঁচার চেষ্টা করেননি।



