Wednesday, 5 November, 2025
5 November
Homeউত্তরবঙ্গGangarampur: হাঁসের বাচ্চা বিতরণকে কেন্দ্র করে কাড়াকাড়ি ধস্তাধস্তি, হাঁসের বাচ্চা কার্যত লুট

Gangarampur: হাঁসের বাচ্চা বিতরণকে কেন্দ্র করে কাড়াকাড়ি ধস্তাধস্তি, হাঁসের বাচ্চা কার্যত লুট

আধিকারিকদের সামনেই হাঁসের বাচ্চা কার্যত লুট হয়ে গেল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

হাঁসের বাচ্চা বিতরণকে কেন্দ্র কাড়াকাড়ি ধস্তাধস্তি। আধিকারিকদের  সামনেই হাঁসের বাচ্চা কার্যত লুট হয়ে গেল। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরে। এমনকী, পঞ্চায়েত সমিতির বরাদ্দ করা  হাঁসের বাচ্চা বিলি করার অভিযোগ উঠেছে প্রাণিসম্পদ দফতরের আধিকারিক শর্মিলা রায়ের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রাণিসম্পদ দফতরে তালা মেরে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির সদস্যদের। এই ঘটনাকে কেন্দ্র করে চরম অব্যবস্থার চিত্র দেখা মিলল গঙ্গারামপুরে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দফতরে। অভিযোগ অস্বীকার আধিকারিক শর্মিলা রায়ের।

আরও পড়ুনঃ রেফারি ছিলেন পঙ্কজ; ঘাটে তখনও জুতো জোড়া, গঙ্গায় নেমে তলিয়ে গেলেন

গ্রামীণ এলাকার মানুষকে আর্থিকভাবে সাবলম্বী করতে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন সময় হাঁস, মুরগি, ছাগলের ছোট-ছোট বাচ্চা বিলি করা হয়। সেই মতো গঙ্গারামপুর ব্লকের ১১ টি অঞ্চলের মানুষ জনকে হাঁসের বাচ্চা বিলি করার উদ্যোগ গ্রহণ করে প্রাণী সম্পদ বিকাশ দফতর। এদিন ৫৪০ জনকে হাঁসের বাচ্চা দেওয়া হয়।

সেই মতো মঙ্গলবার সকাল থেকে ব্লক অফিস চত্বরে শুরু হয় হাঁসের বাচ্চা বিলির কাজ। তবে বেলা গড়াতেই দেখা যায় এই বিতরণকে কেন্দ্র করে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রাণিসম্পদ দফতরের আধিকারিক।

আরও পড়ুনঃ বারবার ফোন করছেন ট্রাম্প, ধরছেন না মোদি! ট্রাম্পের মোকাবিলার পথ খুঁজতে বৈঠক প্রধানমন্ত্রীর

পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মদক্ষ এনামুল রহমান চৌধুরী অভিযোগ করে বলেন, “পঞ্চায়েত সমিতির ৩২ জন সদস্যের জন্য বরাদ্দ ছিল ৩২০০ হাঁসের বাচ্চা। তার মধ্যে ৩২০ টি হাঁসের বাচ্চা রেখে বাকি হাঁসের বাচ্চা বিলি করে দিয়েছেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের আধিকারিক।” এই নিয়েই কথা বলতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এলাকার স্থানীয় মানুষজন হাঁসের বাচ্চা বোঝাই গাড়ি থেকে হাঁস লুট করে নিয়ে যায়। ঘটনার প্রতিবাদে পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রাণী সম্পদ দফতরের আধিকারিককেই দায়ী করেন। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন সরকারি আধিকারিক।

এই মুহূর্তে

আরও পড়ুন