Tuesday, 4 November, 2025
4 November
HomeকলকাতাKaram Puja 2025: জয় জোহার! করম পুজোর সকালে আদিবাসীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Karam Puja 2025: জয় জোহার! করম পুজোর সকালে আদিবাসীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

করম পুজোর সকালে এক্স হ্যান্ডেলে আদিবাসীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জয় জোহার! করম পুজোর সকালে এক্স হ্যান্ডেলে আদিবাসীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন, আদিবাসী ভাই-বোনেদের শ্রদ্ধা জানাতেই করম পুজো, বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন ও হুল দিবসে ছুটি ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ করম পুজো কী? কারা করেন এই পুজো? এর ইতিহাস এবং মাহাত্ম্য চমকে দেওয়ার মতোই

চাষাবাদ কেন্দ্রীক এই করমপুজোয় পড়শি রাজ্য ঝাড়খণ্ড-সহ ওড়িশা, ছত্তিসগড়ে ছুটি থাকে বরাবরই। বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে কুরমিদের জন্যও করমপুজোয় ছুটি ঘোষণার আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন তিনি। ওই পুজোয় ছুটির দাবিতে সরব হন কুরমি জনজাতির মানুষজনও। পরবর্তীতে করব পুজোয় অঞ্চল ভিত্তিতে ছুটি ঘোষণা করা হয়। তবে তা বদলে পরবর্তীতে এই পুজোয় সম্পূর্ণ ছুটি ঘোষণা করে রাজ্য।

আরও পড়ুনঃ স্টুডেন্টস হেলথ হোমের ৭৪ তম প্রতিষ্ঠা দিবসের সূচনা

বুধবার অথবা করম পুজোর সকালে একথাই মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করম পুজো উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরও এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি। ১৫ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি ও ওই দিনটিতেও আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি। পন্ডিত রঘুনাথ মুর্মু’র জন্মদিনে এবং হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী মানুষদের প্রতি আমাদের অকুন্ঠ শ্রদ্ধার নিদর্শন হল এইসব সিদ্ধান্ত।”

 

এই মুহূর্তে

আরও পড়ুন