Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeউত্তরবঙ্গSiliguri: "একেবারেই একতরফা সিদ্ধান্ত"; বললেন শ্রাবণী

Siliguri: “একেবারেই একতরফা সিদ্ধান্ত”; বললেন শ্রাবণী

শ্রাবণী দত্ত জানালেন আমি ওয়ার্ড এর মানুষের সাথে থাকতে ভালবাসি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

আমাকে বলা হয়েছিল, অপেক্ষা করতে দুপক্ষের মধ্য ব্যাপারটা মিটিয়ে নিয়ে সমাধান করা হবে। কিন্তু তার আগেই  আমাকে আমার পথ থেকে সরিয়ে দাওয়া হলো। আজকে  আক্ষেপের সুরে ঠিক এই কথাই বললেন শ্রাবণী দত্ত। আজ তিনি জানালেন আমাকে আমার কথা বলতে দেওয়া হলো না। অথচ আমার উপর এত বড় শাস্তি দিয়ে দেওয়া হল।

আরও পড়ুনঃ এ বার ভরসা ইলেকট্রনিক ডিভাইসে, ডাকাত পড়লেই থানায় বাজবে অ্যালার্ম, শিলিগুড়িতে নয়া যন্ত্র

সেদিনের কি ঘটনা কি ঘটেছিল সেটা না জেনে না বুঝে আমাকে আমার পদ থেকে সরানো হলো। আমি বলছি না  আমি কোন অন্যায় করিনি  কিন্তু যখন এই ধরনের কোন অবস্থা তৈরি হয় তখন দুপক্ষ আলাদা করে বসে  সমস্যার সমাধান করতে চেষ্টা করে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে  একটা আশা করেছিলাম  যে একটা নিরপেক্ষ বিচার হবে

আরও পড়ুনঃ “আমি জানি সম্পূর্ণ তালিকা, আমিই তালিকা প্রকাশ করে দেব”; বললেন শুভেন্দু

আজকে সাংবাদিক সম্মেলন এ শ্রাবণী দত্ত জানালেন আমি ওয়ার্ড এর মানুষের সাথে থাকতে ভালবাসি। আর সব সময় চেষ্টা করি সবকিছুকে এগিয়ে মানিয়ে নিতে। পদের মোহ আমার নেই। আমি দলের সিদ্ধান্ত কে সম্মান করি। তবুও এই সিদ্ধান্ত আমার কাছে একটা আঘাত। তবুও আমি আমার ওয়ার্ডের জন্য লড়াই করে যাব।

এই মুহূর্তে

আরও পড়ুন