Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeআবহাওয়াWeather Update: তেতেপুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ; আজই বদলাবে পরিস্থিতি!

Weather Update: তেতেপুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ; আজই বদলাবে পরিস্থিতি!

পুরো ঘেমেনেয়ে একসা হতে হচ্ছে সকলকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পুজোর আগে তেতেপুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ। কয়েকদিন আগেও যে পরিমাণ বৃষ্টি হয়েছে তখন মনে হচ্ছিল কবে এই বৃষ্টি পিছু কবে ছাড়বে? কিন্ত পরবর্তীতে যে কাঠফাটা রোদ উঠল দক্ষিণবঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। পুরো ঘেমেনেয়ে একসা হতে হচ্ছে সকলকে। আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল এই বৃষ্টি থেকে সাময়িক মুক্তি মিলবে। তেমনটাই আবারও জানাল।

আরও পড়ুনঃ মার্কিন মুলুকে নিশানায় রাজনীতিবিদরা! গুলি চলল ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্কের উপর

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। আর তা থেকেই হবে বৃষ্টি। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। কিছুক্ষণ চলবে আর তারপর বৃষ্টি বন্ধ হয়ে যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ হবে আর তারপরই বৃষ্টি হবে।

আরও পড়ুনঃ প্রভাব নৈহাটি, ডানকুনি লাইনে; শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টি হবে। আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল উত্তরে ভারী বৃষ্টিপাতের। সেই মতোই বৃষ্টি হবে জেলায়-জেলায়। মূলতে উত্তরের পাঁচ জেলা যেমন-দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুধু বৃষ্টি নয়, সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও।

এই মুহূর্তে

আরও পড়ুন