Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাAbhishek Banerjee: নবরূপে সেনাপতি! পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর! অভিষেকই তো?

Abhishek Banerjee: নবরূপে সেনাপতি! পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর! অভিষেকই তো?

এই সেলফি দেখে অনেকেই প্রথমে তা আসল কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেন৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ডায়মন্ড হারবারের সাংসদের ইনস্টা স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে জিম ভেস্ট ও শর্টস। দু’হাতে জিম গ্লাভসের ফাঁকে ধরা রয়েছে আই-ফোন। তুলেছেন একটি মিরর-সেলফি। ছবির মেজাজ ধরেছেন মোনোক্রমে। সাধারণ বলি-টলি সেলেবদের এরকম জিম সেলফি দেখা যায়। তবে যুবরাজকে একেবারে অন্য লুকে দেখে ইনস্টামহল চমকে গিয়েছে।

অভিষেক বরাবরই তাঁর পোশাক চয়নেও নজর কাড়েন। সম্প্রতি জানিয়েছেন যে, তিনি সাদা-কালো রঙে নিজেকে ধরা দিতেই পছন্দ করেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিভিন্ন সময়ে ওয়ার্কআউট করার ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছে নেটপাড়াতেও। তবে অভিষেকের এরকম অধরা ছবি নিয়ে এখন সকলেই চর্চা করছেন। এই ছবিই বলে দিচ্ছে যে, অভিষেক কতটা স্বাস্থ্য-সচেতন, নিয়মিত শরীর চর্চা করেন তিনি।

পেশিবহুল দুই হাত৷ ঘামে ভেজা শরীর বুঝিয়ে দিচ্ছে জিমে শরীর চর্চায় ব্যস্ত তিনি৷ এক ঝলকে দেখলে সাধারণত ধোপ দুরস্ত শার্ট, প্যান্টে পরিহিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁকে মেলানো মুশকিল৷ স্বভাবই শনিবার বার বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করা নিজস্বী সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি৷

আরও পড়ুনঃ বিহারে পালানোর ছক; সহপাঠীকে খুনে অভিযুক্তকে হাওড়া স্টেশনে ধরল পুলিশ

সাংসদের ইনস্টা স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে জিম ভেস্ট ও শর্টস। দু’হাতে জিম গ্লাভসের ফাঁকে ধরা রয়েছে আই-ফোন। তুলেছেন একটি মিরর-সেলফি।

এই সেলফি দেখে অনেকেই প্রথমে তা আসল কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেন৷ কারণ সম্ভবত এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কোনও ছবি প্রকাশ্যে এল৷ যা আবার সমাজমাধ্যমে পোস্ট করলেন তিনি নিজেই৷ স্বভাবতই পুজোর আগে অভিষেকের এই নতুন লুক নিয়ে শুরু হয়েছে চর্চা৷

সমাজমাধ্যমে অভিষেকের এমন ছবি দেখে অনেকে চমকে উঠলেও তাঁর ঘনিষ্ঠ মহলে যাঁরা থাকেন, তাঁরা অবশ্য অবাক নন৷ কারণ অভিষেক বরাবরই খুব শরীর সচেতন৷ নিয়মিত শরীর চর্চাও করেন৷ খাওয়া দাওয়ার বিষয়েও বরাবরই খুবই সংযমী এবং সতর্ক তিনি৷ এমন কি, কলকাতা পুলিশের হাফ ম্যারাথনেও দৌড়তে দেখা গিয়েছে তাঁকে৷

আরও পড়ুনঃ ১৪ দিনের মধ্যে জনগণের জন্য খুলে দিতে হবে  দুর্গাপুজোর জন্য ব্যবহৃত পার্ক; নির্দেশ পুরসভার

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই জাতীয় স্তরে তৃণমূলের প্রধান মুখ হয়ে উঠেছেন অভিষেক৷ এ রাজ্য তো বটেই, দেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম চর্চিত চরিত্র তিনি৷ অপারেশন সিঁদুরের পর বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধি দলের সদস্য ছিলেন অভিষেক৷ ইংরেজি এবং হিন্দিতে সাবলীল হওয়ায় জাতীয় রাজনীতিতে অভিষেকের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে৷ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তরুণ প্রজন্মের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে সচেতন ভাবেই শরীরচর্চার ফাঁকে নিজের এই পেশিবহুল ছবি প্রকাশ্যে আনলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ৷ অভিষেকের অনুগামীরা অবশ্য অনেকেই বলছেন, পুজোর আগে এটাই তাঁর নতুন লুক৷

এই মুহূর্তে

আরও পড়ুন