ষষ্ঠী থেকে পুজো শুরুর ধারণা বদলেছে আগেই। এখন মহালয়ার আগে থেকেই বহু পুজো উদ্যোক্তারা মণ্ডপ তৈরি করে ফেলেন। শুরু হয়ে যায় প্রতিমা দর্শনও।
কিন্তু পুজোর সময় আবহাওয়ার মতিগতি কেমন থাকবে? পুজোর দিনগুলোতেও কি বৃষ্টি? জনমানসের আশঙ্কা সত্যি করে পুজোর সময় বৃষ্টি নিয়ে বড় আপডেট শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ আজ কৃষ্ণা চতুর্দশী তিথি; বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি
আবহাওয়া দফতরের বুলেটিন জানাচ্ছে, ইতিমধ্যেই সক্রিয় রয়েছে নিম্নচাপ রেখা। তার জেরে উত্তরবঙ্গর পাশাপাশি দক্ষিণবঙ্গেও ২১ সেপ্টেম্বর মহালয়া থেকে শুরু হবে বৃষ্টি। রবিবার থেকেই মেঘলা আকাশ, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
২২ সেপ্টেম্বর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ঢুকে পড়তে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে বাড়বে দক্ষিণবঙ্গের বৃষ্টি। ২৩ সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৪-২৫ সেপ্টেম্বরও হালকা-মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।
আরও পড়ুনঃ ফুটবল খেলায় হার, জয়ী দলের সদস্যদের ‘পিটিয়ে’ জেলে TMC চেয়ারম্যানের ভাইপো
কিন্তু আসল ধাক্কা আসছে চতুর্থী থেকে। ২৬ সেপ্টেম্বর থেকেই শুরু হবে ভারী বর্ষণ। চলবে ২ অক্টোবর দশমী পর্যন্ত। এ বছর বোধন ২৮ সেপ্টেম্বর, আর বিসর্জন ২ অক্টোবর। অর্থাৎ পুরো পুজো ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ।
কলকাতার ক্ষেত্রেও একই ছবি। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর ৩০ সেপ্টেম্বর থেকে দশমী পর্যন্তও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
হাওয়া অফিসের স্পষ্ট বার্তা—“পুজোয় ছাতা, রেইনকোট ছাড়া বেরোনো যাবে না!”







