একরাতের প্রবল দুর্যোগের পরে কার্যত স্তব্ধ উৎসবমুখী কলকাতা৷ কোথাও প্যান্ডেল তছনছ, কোথাও ডুবেছে কোমরজলে৷ একাধিক এলাকা এখনও জলবন্দি৷ শহরের বহু এলাকায় জলসমস্যা, নেই বিদ্যুৎও৷ তার উপরে একের পর এক প্রাণহানি৷ এমন পরিস্থিতিতে বুধবারও আশার কথা শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর৷
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। রাজ্যের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা।
কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা।
আরও পড়ুনঃ রক্তাক্ত পুলিশ! ভয়ঙ্কর অভিযোগ; আইনজীবীদের ‘মারে’ মুখ ফাটল পুলিশের!
আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা। রাজ্যের এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা। হাওড়া জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস।
ত সোমবারের বৃষ্টির পরে কলকাতাবাসীর দুর্ভোগ পুরোপুরি কাটেনি। বুধবার পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।