Tuesday, 14 October, 2025
14 October
HomeদেশWindows 10: ১৪ অক্টোবরে আর মিলবে না সাপোর্ট! জানাল মাইক্রোসফট

Windows 10: ১৪ অক্টোবরে আর মিলবে না সাপোর্ট! জানাল মাইক্রোসফট

২০১৫ সালে শুরু হওয়া উইন্ডোজ ১০ এবার তার জীবনযাত্রার শেষধাপে পৌঁছে গিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২০১৫ সালে শুরু হওয়া উইন্ডোজ ১০ এবার তার জীবনযাত্রার শেষধাপে পৌঁছে গিয়েছে। ১৪ অক্টোবরের আর মিলবে না সাপোর্ট। এমনটাই জানিয়েছে মাইক্রোসফট। ফলত, উই্ডোজ ১০ ইউজারদের হাতে এখন দু’টিই অপশন।

আরও পড়ুনঃ অসহায় Google Chrome! ভারতীয় সংস্থার টার্গেট Google- এর দিকে?

এক, নিজেদের সিস্টেমকে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করে নেওয়া। অন্যথায় গ্যাঁটের কড়ি খরচ করে উইন্ডোজ ১০ সিস্টেমের আপগ্রেড ক্রয় করা। তবে জানা গিয়েছে এই সাপোর্টও মিলবে এক বছরই। প্রসঙ্গত, উইন্ডোজ ১০ হল মাইক্রোসফটের এমন এক অপারেটিং সিস্টেম, যা ২০১৫ সালে বাজারে আসে। এটি উইন্ডোজ ৮.১-এর উত্তরসূরি হিসেবে পরিচিত।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এর ফলে কী ক্ষতি হতে পারে। সহজে বললে, উইন্ডোজ ১০ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না। স্রেফ এর নিরাপত্তা আপডেট মিলবে না। ফলপ্রসূ, সহজেই হ্যাকারদের নিশানায় পড়তে পারেন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা। যদি আগামী এক বছর উইন্ডোজ ১০ নির্বিঘ্নে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে ৩০ ডলার। ভারতীয় মুদ্রায় ২,৫৫০ টাকা।

আরও পুড়ুনঃ “কলম কেড়ে নিতে বেশী সময় লাগবে না”; পঞ্চায়েত-জেলা পরিষদের সদস্যদের বেনজির ‘হুমকি’

তবে ভারতীয় বাজারে সঠিক খরচ ঠিক কত, তা নিয়ে সংশয় রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে ESU কভারেজ মিলবে ২০২৫ সালের ১৫ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৩ অক্টোবর পর্যন্ত।

ESU বিকল্পটি সত্ত্বেও, অনেকেই এখনও আপডেট পাওয়ার জন্য বিনামূল্যের বিকল্পটিই পছন্দ করতে পারেন। এর কারণ হল, উইন্ডোজ ১১ পিসি কেনা সাশ্রয়ী নয়, বিশেষ করে যদি সর্বশেষ আপডেটেড হার্ডওয়্যার-সহ কেউ তা চান। তাই ইউজারদের বিনামূল্যে বিকল্প বা Windows 10 সমর্থন বাড়ানোর জন্য নামমাত্র ফি প্রদানের মধ্যে একটি বেছে নিতে হবে, যা এই ব্যবহারকারীদের তাদের সিস্টেম ব্যবহার চালিয়ে যেতে এবং বাজারের দাম স্থির হয়ে গেলে আপগ্রেড করার সুযোগ দেবে।

এই মুহূর্তে

আরও পড়ুন