Monday, 3 November, 2025
3 November
Homeআন্তর্জাতিক নিউজBalochistan: ১২ বার স্বাধীনতা ঘোষণা; ভারতের ঘরের পাশে আরও একটা নতুন দেশের...

Balochistan: ১২ বার স্বাধীনতা ঘোষণা; ভারতের ঘরের পাশে আরও একটা নতুন দেশের জন্ম

শুনানি বালোচিস্তানের পক্ষে যায়, তাহলে কী হবে?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আমাদের ঘরের পাশে আরও একটা নতুন দেশ। পাকিস্তান, বাংলাদেশের পর কি আরও একটা দেশের জন্ম হবে? সেই ১৯৪৮ থেকে স্বাধীনতার জন্য গলা ফাটাচ্ছে, লড়াই করছে যারা, তারা কি পাবে নতুন দেশ?

আরও পড়ুনঃ অল্পের জন্য রক্ষা! ১৩ বছরের কিশোরকে উদ্ধার করল সিভিল ডিফেন্সের কর্মীরা

বালোচিস্তান। চলতি বছর মে মাসে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বালোচদের ৪টি সংগঠন। ১৯৪৮ থেকে অন্তত ১২ বার স্বাধীনতা ঘোষণা করেছে এই বালোচরা। কিন্তু বালোচিস্তান তো স্বাধীন হয়নি! তবে এবার বিষয়টা কিছুটা আলাদা। বালোচিস্তানকে আলাদা দেশের স্বীকৃতি দিতে এবার রাষ্ট্রসঙ্ঘে আবেদন করেছিল বালোচ সংগঠনগুলো। এর আগে কখনও এই দাবিতে শুনানি করেনি রাষ্ট্রসঙ্ঘ। তবে এবার সেই আবেদনের শুনানি হচ্ছে।

আগামী বছরের জানুয়ারি থেকে শুনানি শুরু হতে পারে। সেখানে বক্তব্য জানানোর সুযোগ পাবেন আবেদনকারীরা। এটা নিঃসন্দেহে স্বাধীনতাপন্থী বালোচদের জন্য একটা বিরাট কূটনৈতিক জয়। এটা ভারতের হাত ধরেই হওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণে, ভারত এতদিন এই নিয়ে খুব একটা সরব হয়নি। এবার ভারতের পাশাপাশি আরও ২৪টি দেশ বালোচদের প্রস্তাবে সমর্থন করেছে। তাই এই প্রথমবার স্বাধীন বালোচিস্তান নিয়ে শুনানি হচ্ছে।

আরও পড়ুনঃ শহরে বাড়ছে অপরাধ! ‘তাণ্ডব’ কসবার আবাসনে; পুলিশের জালে পুত্র-সহ বিজেপি নেতা রাকেশ 

এই শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হয়, যদি শুনানি বালোচিস্তানের পক্ষে যায়, তাহলে কী হবে? এক কথায় বলতে গেলে তেমন কিছুই হবে না। রাষ্ট্রসঙ্ঘের কমিটি যাই বলুক, পাকিস্তানের কিছু যাবে আসবে না। রাষ্ট্রসঙ্ঘের হাতে সেই ক্ষমতাও নেই। কিন্তু সত্যিই যদি কোনওদিন ডেমোক্র্যাটিক রিপাবলিক অব বালোচিস্তান আত্মপ্রকাশ করে, তাহলে তার পিছনে এক ভারতীয়ের একটু হলেও অবদান থাকবে। আর তিনি হলেন সলমন খান।

সম্প্রতি সৌদি আরবের এক অনুষ্ঠানে বালোচিস্তানের মনের কথা বলেছেন সলমন। পাকিস্তান ও বালোচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন। এটাই তো বালোচিস্তানের ‘মন-কি-বাত!

এই মুহূর্তে

আরও পড়ুন