শিবনাথ প্রধান, সাঁতরাগাছি, হাওড়াঃ
বঙ্গোপসাগরে নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে চলেছে এক শক্তিশালী ঘূর্ণাবর্ত। পরবর্তী ৭২ ঘণ্টায় সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা। যদি সাইক্লোনের রূপ নেয় তাহলে তার নাম হবে সেনইয়ার (Senyar) যা সংযুক্ত আরব আমিরশাহীর দেওয়া নাম।
আরও পড়ুনঃ শোভন যোগে বিশাখা নক্ষত্র, অঘ্রাণ অমাবস্যা; ৩ রাশির লক্ষ্মীবারে অর্থপ্রাপ্তি
২৭ নভেম্বর নাগাদ ভারতের দক্ষিণ উপকূল তামিলনাড়ুর কাছে চলে আসার সম্ভাবনা । পরবর্তীতে দক্ষিণ ভারতের উপকূল ধরে ২৮ নভেম্বর রাত অথবা ২৯ নভেম্বরের ভোররাতের মধ্যে এটি অন্ধ্র উপকূলের বিশাখাপত্তনমের কাছাকাছি স্থলভাগ হয়ে প্রবেশ করতে পারে বলে অনুমান করা হচ্ছে । এই সিস্টেমের প্রভাবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা ও ছত্তিশগড়ের কিছু অংশে ঝোড়ো হাওয়ার দাপট সহ ভারী বৃষ্টির সম্ভাবনা ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে । বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরপ্রদেশের কিছু অংশে ও।
সিস্টেমের জেরে ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূল ও কলকাতা সহ ৬ জেলায় মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বা হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ শিরোপা জিতল ‘67’; কেউ বলে অশ্লীল, কারও মতে স্রেফ একটা নম্বর, ডিকশনারি ডট কমের ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’
এই সময়ে জলীয় বাষ্পের পরিমানও অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, ফলে আর্দ্র অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ ঠান্ডার প্রভাব সাময়িক ভাবে বিঘ্ন হবে । ৩ ডিসেম্বরের পর থেকে পুনরায় ঠান্ডার প্রভাব বৃদ্ধি পাবে (১০ নভেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে যা দেওয়া রয়েছে সেই অনুসারে)।
এদিকে মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কলকাতায় মঙ্গলবার রাতের তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রির কাছাকাছি ছিল। শুক্রবারের মধ্যে সেই তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। অর্থাৎ আপাতত খুব বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।









