spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeকলকাতাKolkata: এবার ভুয়ো মৃত্যুর শংসাপত্র বানানোর অভিযোগ, গ্রেফতার দম্পতি

Kolkata: এবার ভুয়ো মৃত্যুর শংসাপত্র বানানোর অভিযোগ, গ্রেফতার দম্পতি

ভুয়ো নথি ব্যবহার করে প্রতারণার অভিযোগে শেক্সপিয়র সরণি থানার পুলিশের হাতে গ্রেফতার দম্পতি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভুয়ো জন্মের সার্টিফিকেট বানানোর অভিযোগ উঠেছিল। এবার আর জন্মের সার্টিফিকেট নয়, ভুয়ো মৃত‍্যুর সার্টিফিকেটে নাম জড়াল গোসাবার পাঠানখালি পঞ্চায়েতের।

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ! “মামাবাড়ির” নয়া সিদ্ধান্তে ভয়ে কাঁপছে অনুপ্রবেশকারীরা

ভাড়া করা দোকানের দখল নিতে ভুয়ো মৃত‍্যুর সার্টিফিকেট বানানোর অভিযোগ। কলকাতা পুলিশের জালে এক দম্পতি। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালি পঞ্চায়েত থেকে এই ভুয়ো মৃত‍্যুর শংসাপত্র বানানো হয়েছিল। তারপরই ভুয়ো নথি ব্যবহার করে প্রতারণার অভিযোগে শেক্সপিয়র সরণি থানার পুলিশের হাতে গ্রেফতার দম্পতি। অভিযুক্তদের নাম জর্জ ক্লিন্টন ডিকসন ও তাঁর স্ত্রী ক‍্যারল এরিকসন ডিকসন।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ বেশ কয়েক বছর আগে এজেসি বোস রোডের একটি দোকান ভাড়া নিয়েছিলেন সরল রায় ও নিত‍্যরঞ্জন ঘোষ। তাঁদের থেকে সাব টেনেন্ট হিসেবে দোকান ভাড়া নেন ডিকসন দম্পতি। এরপর সেই দোকানের দখল নিতে নিত‍্যরঞ্জনের ভুয়ো মৃত্যুর শংসাপত্র তৈরির অভিযোগ ডিকসন দম্পতির বিরুদ্ধে।

আরও পড়ুনঃ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ইউনুস সরকারের চিঠি

পুলিশের আরও দাবি, ২০১৪ সালে নিত‍্যরঞ্জন মারা গিয়েছেন বলে তথ্য দেন তাঁরা। তারপর দোকানের দখল নিতে পাঠানখালি থেকে ২০২৪ সালের অগস্ট মাসে ভুয়ো মৃত‍্যুর শংসাপত্র বানানো হয়।

পাঠানখালি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দারের মাধ্যমে ওই ডেথ সার্টিফিকেট তৈরি করেন এই দম্পতি। এই গৌতম সর্দার বর্তমানে জেল হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে আগেই পাঠানখালি পঞ্চায়েত থেকে প্রায় সাড়ে তিন হাজার ভুয়ো জন্মের শংসাপত্র এবং ৫১০ টি ভুয়ো মৃত্যুর শংসাপত্র তৈরি করে দেওয়ার তথ্য আগেই সামনে এসেছিল। যার মধ‍্যে নিত‍্যরঞ্জনের নামে শংসাপত্র তৈরি করা হয় বলেই তদন্তকারীদের দাবি।

এই মুহূর্তে

আরও পড়ুন