spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeআবহাওয়াWeather Update: জবুথবু বাংলা; ১২ ডিগ্রির ঘরে কলকাতা, শীতের নাচন চলছে রাজ্য...

Weather Update: জবুথবু বাংলা; ১২ ডিগ্রির ঘরে কলকাতা, শীতের নাচন চলছে রাজ্য জুড়েই

নতুন বছরের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বড়দিনে রাজ্যবাসীকে হিমেল হাওয়া উপহার দিয়েছিল সান্তা। কলকাতার পারদ নেমেছিল ১৩ ডিগ্রির ঘরে। সেই রেকর্ডও ভেঙে গেল শুক্রবার। এ দিন ভোরে মহানগরের পারদ আরও পড়ে আপাতত ১২ ডিগ্রির ঘরে।

আরও পড়ুনঃ উত্তপ্ত বাংলাদেশ; ফের ভারত-বিরোধী স্লোগান, উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়!

শুধু কলকাতা নয়, শীতের নাচন চলছে রাজ্য জুড়েই। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই অবাধে উত্তুরে হাওয়া ঢুকছে বাংলায়। সেই হাওয়া এমন খেল দেখাচ্ছে যে, কালিম্পংকে পিছনে ফেলে শুক্রবার রাজ্যে সেকেন্ড বয় শ্রীনিকেতন। সেখানকার তাপমাত্রা এ দিন ৮ ডিগ্রিতে নামে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে কলকাতা-সহ সারা রাজ্যেই তাপমাত্রা আরও ২-১ ডিগ্রি কমতে পারে।

বৃহস্পতিবারের রেকর্ড ভেঙে শুক্রবার ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে নামে আলিপুরের তাপমাত্রা। যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১.২ ডিগ্রির উপরে ওঠেনি, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। তার ফলে দিনভর শীত অনুভূত হয়েছে। আলিপুরের থেকে তাপমাত্রা কম রেকর্ড হয়েছে দমদমে (১২.২ ডিগ্রি)।

আরও পড়ুনঃ নৈহাটিতে বালি মাফিয়ার দৌরাত্বে বিপদে জুবিলী সেতু

আজ, শনিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে কোথাও কোথাও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে রাতের পারদ আরও এক থেকে দুই ডিগ্রি নামতে পারে। তার পরের তিন দিন আবার তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিনে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। মরসুমের শীতলতম দিনে ঠান্ডার লড়াইয়ে ‘ফার্স্ট বয়’ যদি দার্জিলিং হয় (৫.৪ ডিগ্রি সেলসিয়াস), তবে আলিপুরদুয়ারের সঙ্গে যৌথ ভাবে ‘সেকেন্ড’ কিন্তু বীরভূমের শ্রীনিকেতন। দু’জায়গাতেই শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডেড হয়েছে। রাজ্যের সর্বত্রই কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সঙ্গে তীব্র ঠান্ডার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে কোচবিহারের পরিস্থিতি ভয়াবহ। ঘন কুয়াশায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেখানে দৃশ্যমানতা একেবারে শূন্যে নেমে গিয়েছিল। শুক্রবার আলিপুর জানিয়েছে, আগামী তিন দিন প্রবল ঠান্ডার পরিস্থিতি থাকবে কোচবিহারে। এই জেলায় শীতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে ৩১ ডিসেম্বরে একটি পশ্চিমী ঝঞ্ঝার সতর্কতা রয়েছে। তার জেরে নতুন বছরের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে কতটা বাড়বে তা এখনও পরিষ্কার নয়।

এই মুহূর্তে

আরও পড়ুন