সারাদিন ঘরে বাইরে হাজারও ব্যস্ততা। অফিসের কাজ কিংবা বাড়ির কাজের ব্যস্ততা। সামান্য এদিক ওদিক হলেই ডেডলাইন মিস। আর তা নিয়ে যত সমস্যা। তার ফলে সঙ্গীকে সেভাবে সময় দেওয়াই হয় না। সে কারণে গভীর রাতে মনের মানুষের সঙ্গে আলাপচারিতা সারেন অনেকেই। আপনিও কি তাঁদের তালিকায়? এই পাঁচ ‘দুষ্টু’ প্রশ্ন করেছেন কখনও? না করে থাকলে আজই করুন। এই শীতের রাতে প্রেম জমে ক্ষীর হতে বাধ্য।
আরও পড়ুনঃ অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত টেনশন, শরীরচর্চার সময় নেই! এতেই কমতে পারে ক্যালোরি
প্রথম প্রশ্ন, জীবনে কাটানো কোন মুহূর্তের অভিজ্ঞতা বারবার ফিরে পেতে চান সঙ্গী? হতে পারে প্রথম দেখা, প্রথম ছোঁয়া, প্রথম চুমু কিংবা প্রথম রাতের অভিজ্ঞতা। এমন প্রশ্ন আপনাদের দু’জনের কাটানোর অতীতের দিনগুলির স্মৃতি আরও টাটকা করে তুলবে। আপনাদের আরও কাছাকাছি আনবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আপনি সঙ্গীর জীবনে আসার পর থেকে সত্যি কি কিছু বদল হয়েছে তাঁর? হতে পারে হয়তো তাঁর সহ্যশক্তি বেড়েছে। কিংবা যেকোনও পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা বেড়েছে তাঁর।
কোন ইচ্ছাপূরণে সঙ্গী আজও উদগ্রীব? উত্তরে তিনি আপনাকে নিয়ে দেখা কোনও স্বপ্নের কথা বলতে পারেন। সেকথা যে আপনাদের ভবিষ্যতের পথচলাকে আরও মধুময় করে তুলবে।
আরও পড়ুনঃ একই ঘর, একই বিছানা, একই শরীর ক্লান্ত হয়ে যায়! শীতে চেয়ারেই নানা কায়দায় জমে উঠুক খেলা
জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য কী? সঙ্গী যদি খুবই রোম্যান্টিক হন, তবে তিনি বলতেই পারেন আপনার জন্য গোটা জীবন বাঁচতে চান। আরও বেঁধে বেঁধে থাকতে চান দু’জনে।
মনে রাখবেন, দু’জনের সঙ্গে কথাবার্তা বাড়লে একে অপরকে চিনতেও সুবিধা হয়। দু’জন আরও কাছাকাছি আসতে পারবেন। আরও শক্ত হবে সম্পর্কের বুনন। এই ভাঙনের যুগে আপনারাই হয়ে উঠবেন সকলের কাছে দৃষ্টান্ত। তাই জড়তা কাটিয়ে এই প্রশ্নগুলি আজ রাতেই সঙ্গীকে করে ফেলুন। এই শীতে আরও মধুময় হোক আপনাদের সম্পর্ক।









