spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeআবহাওয়াCold Wave Alart: সাবধান! জারি হল সতর্কতা, ভেলকি দেখাবে কলকাতা! পারদ নেমে...

Cold Wave Alart: সাবধান! জারি হল সতর্কতা, ভেলকি দেখাবে কলকাতা! পারদ নেমে আরও ‘শীতল’ হবে দক্ষিণবঙ্গের আট জেলা

মঙ্গলবার ভোরে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে শীতলতম ছিল বীরভূম।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আরও শীত পড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হতে পারে শৈত্যপ্রবাহও। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দুই জেলায় আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকতে পারে ‘শীতল দিন’ও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। দৃশ্যমানতা তলানিতে নেমে যেতে পারে কোথাও কোথাও।

আরও পড়ুনঃ তাপমাত্রা নেমে ১০ ডিগ্রি; এ সপ্তাহ স্কুল ছুটি থাকবে! বল নবান্নের কোর্টে

মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর জন্য পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্তও শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। যদিও উত্তরবঙ্গে কোথাও এখনই শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

গত কয়েক দিন ধরেই জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণের জেলাগুলিতে। উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডা আরও জাঁকিয়ে বসেছে। সারা দিন ধরেই হিমেল হাওয়া বইছে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। তবে হিমেল হাওয়া মানেই তা শৈত্যপ্রবাহ নয়। এর জন্য নির্দিষ্ট মাপকাঠি থাকে। শৈত্যপ্রবাহের জন্য কোনও এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হতে হবে। একই সঙ্গে ওই এলাকার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বা আরও বেশি কমতে হবে। এক দিন এই মাপকাঠি পূরণ করলেই হয় না। দ্বিতীয় দিনেও মাপকাঠি পূরণ হচ্ছে কি না দেখা হয়। তার পরে সেটিকে শৈত্যপ্রবাহ বলা হয়।

পাশাপাশি, দক্ষিণবঙ্গের আট জেলায় ‘শীতল দিন’ থাকতে পারে বলেও জানানো হয়েছে। কোনও জায়গায় ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা-ও স্থির করার জন্য নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। এ ক্ষেত্রেও কোনও এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম থাকতে হবে। তবে শৈত্যপ্রবাহের ক্ষেত্রে যেমন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কতটা কমল, তা মাপা হয়, এ ক্ষেত্রে তেমন নয়। এ ক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বা তার বেশি কমছে কি না, তা দেখা হয়। তবেই এই জায়গায় ‘শীতল দিন’ তৈরি হয়েছে বলা যায়।

আরও পড়ুনঃ ইঙ্গিত ছিল, লা নিনার দাপটে কম্বল ছেড়ে বেরোনো দায়! ভিলেন কিন্তু বসে প্রশান্ত মহাসাগরে

মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হতে পারে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় চলবে এই ‘শীতল দিন’। দুই ২৪ পরগনা এবং হুগলিতে এই পরিস্থিতি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বাকি পাঁচ জেলায় শুক্রবার পর্যন্ত এই ‘শীতল দিন’ চলবে।

দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার চাদর থাকতে পারে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার পর্যন্তও নেমে যেতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেরও শুক্রবার সকাল পর্যন্ত ‘শীতল দিন’ থাকতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন