পশ্চিমবঙ্গে শীতের কামড় এখনও অব্যাহত। আজ ৭ জানুয়ারি, উত্তর এবং দক্ষিণ বঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকায় ঠান্ডার অনুভূতি তীব্র হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, উত্তর এবং দক্ষিণ বঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরের পার্বত্য এলাকায় এবং সমতলে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও কোল্ড ডে কন্ডিশন থাকতে পারে।
আরও পড়ুনঃ ডলারের বিকল্প তৈরির চেষ্টায় ‘ব্রিকস’; বিপদ বাড়ছে ভারতের!
গত কয়েকদিনের মতো আজও রাজ্যজুড়ে শীতের দাপট চলবে, বিশেষ করে সকাল এবং রাতে।দক্ষিণবঙ্গে আজকের ছবি বেশ ঠান্ডা। কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে। আজও তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা, সকালে হালকা কুয়াশা থাকতে পারে।
বীরভূমের শ্রীনিকেতন বা সুরিতে গতকাল ৬.২ ডিগ্রি পর্যন্ত নেমেছিল পারদ, যা দক্ষিণবঙ্গের সবচেয়ে ঠান্ডা জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। হাওড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলোতে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে কোল্ড ডে কন্ডিশন ৭ জানুয়ারি পর্যন্ত চলতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি নীচে থাকায় দুপুরেও শীতের আমেজ থাকবে।
সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, যা যানবাহন চলাচলে সমস্যা তৈরি করবে। উপকূলীয় জেলাগুলোতে হালকা হাওয়া বইলেও ঠান্ডা কমবে না।উত্তরবঙ্গের অবস্থা আরও কঠিন। সাব-হিমালয়ান এলাকায়, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে আগামী দু’দিনে।
আরও পড়ুনঃ কমবে স্ট্রেস, জমান রসায়ন; স্নানঘরে একা নয়, সঙ্গে নিন সঙ্গীকে!
দার্জিলিংয়ে গতকাল ৪ ডিগ্রি পর্যন্ত নেমেছিল, আজও একই রকম ঠান্ডা থাকবে। সমতলের জেলা যেমন মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কোল্ড ডে কন্ডিশনের সম্ভাবনা। রায়গঞ্জে গতকাল ৮ ডিগ্রি ছিল, আজও ঠান্ডা বজায় থাকবে। পাহাড়ি এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকলেও সমতলে শুধু কুয়াশা এবং শীত। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রি নীচে থাকতে পারে, যা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে।
আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুসারে, বয়স্ক এবং শিশুদের বিশেষ সাবধানে থাকতে হবে। শ্বাসকষ্টের রোগীদের সকালে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। কুয়াশার কারণে হাইওয়ে এবং রেল চলাচলে বিলম্ব হতে পারে। গত সপ্তাহ থেকে চলা এই শীতের ঢেউ উত্তর-পশ্চিমী হাওয়ার জন্য। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় ঠান্ডা হাওয়া সরাসরি নেমে আসছে। আগামী কয়েকদিন এই অবস্থা চলবে, তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।









