ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। আজ, বুধবার কলকাতার নোনাডাঙার বস্তিতে আগুন লাগে। গোটা বস্তি দাউদাউ করে জ্বলতে শুরু করে। কীভাবে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এখনও।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে গ্রেফতার হওয়া সুকান্তের এলাকার শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের
আজ সন্ধ্যায় হঠাৎই আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বস্তির বাসিন্দারা। ঘর থেকে বেরিয়ে আসেন প্রত্যেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। প্রথমে ২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, পরে আরও ৫টি ইঞ্জিন পৌঁছয়।
তারপর ইঞ্জিনের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। শীতকালে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। এ ক্ষেত্রেও তাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুনঃ ১৯৪৫-এর ১৮ আগস্ট সেখানে কোনও বিমান দুর্ঘটনাই ঘটেনি! তাইওয়ানের তদন্ত রিপোর্ট গেল রাষ্ট্রপতির দপ্তরে
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়েছে, তবে হতাহতের কোনও খবর নেই। যেদিকে তাকানো যায়, সেদিকেই আগুন জ্বলছে।
কয়েকদিন আগেই আগুন লাগে নিউ টাউনের ঘুনি বস্তিতে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুদ থাকায় সেই বস্তিতে এভাবেই নিমেষেই ছড়িয়ে পড়ে আগুন। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা।









