spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeহুগলীCargo Ship: ঢুকল জল, বাঁশবেড়িয়ার কাছে মাঝ গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ

Cargo Ship: ঢুকল জল, বাঁশবেড়িয়ার কাছে মাঝ গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় গঙ্গায় ডুবে গেল বাংলাদেশি কার্গো জাহাজ। হুগলির বাঁশবেড়িয়ার কাছে ঘটনাটি ঘটেছে। জাহাজটিকে জল থেকে তোলার জন্য শুরু হয়েছে উদ্ধারকাজ। তার পর জাহাজ মেরামত করে সেটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

আরও পড়ুন: Kolkata: আগ্নেয়াস্ত্র কলকাতায়; তদন্তে পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডুবন্ত জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস)-এর ছাইগাদা থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ। সেখান থেকে দেশে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। আচমকা জাহাজে জল ঢুকতে শুরু করে। এক দিকে কাত হয়ে পড়ে জাহাজটি। ক্রমে চালকের কেবিনটুকু বাদ দিয়ে গোটা জাহাজটিই ডুবে যায়।

আরও পড়ুন: Cross Border Crime: আরও কড়া বিএসএফ; ‘দুষ্টু’ পালানোর পথ পাবে না

জাহাজের কর্মীরা জানাচ্ছেন, দিনকয়েক আগে হঠাৎ জাহাজের তলায় শব্দ হয়। তার পরেই জাহাজে জল ঢুকতে শুরু করে। এক দিকে হেলে পড়ে জাহাজটি। তখনই বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। শুরু হয় জাহাজটিকে জল থেকে তোলার প্রক্রিয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখন জল কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। তাই জাহাজের ভিতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এ জন্য সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে। চলছে উদ্ধারের কাজ। তাঁরাই জানাচ্ছেন, জাহাজের সব ছাই খালি করতে এখনও সপ্তাহখানেক লেগে যেতে পারে। এর পর জাহাজ মেরামত করে বাংলাদেশে ফিরতে পারে জাহাজ।

এই মুহূর্তে

আরও পড়ুন