Sunday, 3 August, 2025
3 August, 25
Homeরাজ্যHoli: রঙের উৎসব একদিন পরে শিলিগুড়িতে উত্তেজনা তুঙ্গে

Holi: রঙের উৎসব একদিন পরে শিলিগুড়িতে উত্তেজনা তুঙ্গে

উৎসব এবার  অন্য মাত্রা নেবে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আর এক দিন পর রংয়ের উৎসব দোল, এই উপলক্ষে গোটা দেশের সাথে  শিলিগুড়ি ও সেজে উঠেছে। শিলিগুড়ি বিভিন্ন মার্কেটে  রংবেরঙের রং নিয়ে  বসে আছেন দোকানদারেরা। গত কয় দিনে  বিক্রি বেড়েছে অনেকটাই। আশাবাদী দোকানদারেরা, জানিয়েছেন এবারে দোলের উৎসব  রাঙিয়ে দেবে সকলকে।

আরও পড়ুন:  খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গোসাবা বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল আর এস পি

শিলিগুড়িতে বরাবর রঙের উৎসব একটা আলাদা মাত্রা রেখে যায়,  পাঞ্জাবীদের কাছে, এবং অন্যান্য বাঙালিদের কাছে  দোলের উৎসব একটা আলাদা গুরুত্ব রাখে। এবার তাই বিক্রি হয়েছে তিন গুন। শিলিগুড়ির বিধান মার্কেটে  যে কয়টি  আবিরের দোকান খুলেছে  প্রতিটি দোকানে বিক্রি হয়েছে  গতবারের তুলনায় অনেকটাই বেশি, তাই খুশি দোকানদারেরাও।  তারাও জানিয়েছেন এবারে একটা শঙ্কা ছিল মনের মধ্যে আমাদের,  তবে আমরা এখন জেনে গেছি এবারের বিক্রি সবার চাইতে অনেকটাই বেশি হবে।

আরও পড়ুন:  শিলিগুড়িতে অবৈধ দোকান ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান পুরসভার

বিধান মার্কেটের এক আবির বিক্রেতা জানিয়েছেন রঙের উৎসব এবার  অন্য মাত্রা নেবে। এবারে বাচ্চাদের জন্য  নানা ধরনের নতুন রং এসেছে, যা শরীরের পক্ষে ক্ষতিকারক নয় একেবারেই। রংবেরঙের পিচকিরি এসেছে। আর বিক্রি হয়েছে ভালো। গতকাল শিলিগুড়িতে বৃষ্টি হওয়ার পরে, ভের কিছুটা কমে গিয়েছিলো তবে এখন ঠিক আছে,  বাকি আর ১-২ দিন আশা করছি আরও বিক্রি হবে আমাদের। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতে  ও আবির বিক্রি এবার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। জলপাইগুড়িতে অবস্থা রমেশ চাইতে আবিরের জনপ্রিয়তা অনেকটাই বেশি। বিভিন্ন ধরনের আবির বিভিন্ন জায়গা থেকে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দোকানদারেরা

এই মুহূর্তে

আরও পড়ুন