spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri Fire: শিলিগুড়ির হায়দার পাড়ায় বহু তলে আগুন

Siliguri Fire: শিলিগুড়ির হায়দার পাড়ায় বহু তলে আগুন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি

আজ সকালে শিলিগুড়ির হায়দার পাড়াতে, বহু চলে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঠিক সকাল ১১:০০ টায় শিলিগুড়ির হায়দার পাড়াতে একটি বহুতলে আগুন লাগে।

আরও পড়ুন: Today’s Horoscope: আজ ৮ জানুয়ারি ২০২৫, বুধে ভাগ্য খুলবে কোন রাশির জাতকদের?

কিভাবে আগুন লাগলো জানা না গেলেও মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ওই বউ চলে বাড়ির মালিক এবং ভাড়াটিয়া মিলিয়ে প্রায় কুড়িজন থাকেন। মনে করা হচ্ছে মেন মিটার থেকে আগুন লেগে গেছে। আগুন লাগার পরে বাসিন্দারা উত্তেজিত হয়ে ছড়া ছোটা ছুটি আরম্ভ করলে, পাশের থেকে দমকলে ফোন করলে, প্রথমে একটি ইঞ্জিন এসে  আগুন না নেভাতে না পারলে, পরে আরো দু তিনটি ইঞ্জিন আসে।

আরও পড়ুন: Sukumar Bhaduri: আমি কর্মে বিশ্বাসী, তাই মানুষ এত ভালোবাসে আমায়

তাদের দেড় ঘন্টায় চেষ্টায় আগুন আয়ত্তে আসে। আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি ঘরের আসবা পত্র এবং মূল্যবান অনেক জিনিস। ঘটনা সালে পৌছে যান এলাকার কাউন্সিলর, এবং স্থানীয় নেতৃত্ব।

এই মুহূর্তে

আরও পড়ুন