spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeআবহাওয়াWeather Update: ভাবছেন তো স্বস্তি? রক্ষে নেই তাতেও; সাগরে নিম্নচাপের জন্ম আজ

Weather Update: ভাবছেন তো স্বস্তি? রক্ষে নেই তাতেও; সাগরে নিম্নচাপের জন্ম আজ

বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মঙ্গলের বৃষ্টি। বিপর্যস্ত হয়ে গিয়েছে কলকাতা। একদিন পেরিয়ে গিয়েছে অথচ এখনও জল নামেনি অজয়নগরের মতো এলাকায়। তার মধ্যেই আবার নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টিতে কিছুতেই পিছু ছাড়ছে না তা এক প্রকার নিশ্চিত করে দিয়েছে আবহবীদরা।

আরও পড়ুনঃ ফ্রিতে ২৫ লক্ষ LPG সংযোগ; উৎসবের মরশুমে মোদীর উপহার

মঙ্গলবারের যে নিম্নচাপের প্রভাবে কলকাতায় এত বৃষ্টি হয়েছে বর্তমানে সেটি রয়েছে বাংলা লাগোয়া ওড়িশা উপকূলে। তবে ১২ ঘণ্টার মধ্যে সেই নিম্নচাপটি দুর্বল হয়ে যাবে।

ভাবছেন তো স্বস্তি? না, তাতেও রক্ষে নেই। বঙ্গোপসাগর লাগোয়া মায়ানমার উপকূলে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এরপর শুক্রবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর শনিবার ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে।

আরও পড়ুনঃ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এক নয়া অধ্যায়ের সূচনা; Google, Microsoft-কে টেক্কা ভারতীয় অ্যাপ Zoho-র

এরপর ৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে হাজির হবে। সে আবার আসবে সুদূর দক্ষিণ চিন সাগর থেকে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে পুজোর শেষবেলাতেও বৃষ্টি। মাটি হতে পারে নবমী-নিশি! আপাতত, পঞ্চমীতে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ষষ্ঠীতে কলকাতা-সহ গোটা বাংলাতেই বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির হলুদ সতর্কতা। তাই, পুজোয় নতুন জামার সঙ্গে নতুন ছাতাও মাস্ট!

এই মুহূর্তে

আরও পড়ুন